ডা. জাফরুল্লাহর বাসায় এডিসের লার্ভা, ছেলেকে জরিমানা করল আদালত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৩


ডা. জাফরুল্লাহর বাসায় এডিসের লার্ভা, ছেলেকে জরিমানা করল আদালত
ছবি: সংগৃহীত

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি প্রয়াত ডা. জাফরুল্লাহর চৌধুরীর বাসায় এডিস মশার লার্ভা পাওয়ায় তার ছেলে বারীষ হাসান চৌধুরীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। 


বুধবার (২৬ জুলাই) ধানমন্ডি ৯/এ এলাকার বাড়ির চারপাশে ও বাড়ির ছাদের মশার লার্ভা পাওয়ায় ডিএসসিসির অঞ্চল-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হকের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। 


অন্যান্য এলাকাসহ ১০টি অভিযানে ৫৩৮টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৩টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৩ মামলায় ২ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়।


বুধবার আজিমপুর কবরস্থানসহ করপোরেশনের নিয়ন্ত্রণাধীন ৩ কবরস্থানে বিশেষ পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কবরস্থানের ভেতরে সব রকম আগাছাসহ ময়লা-আবর্জনা পরিষ্কার ও মশক নিধনে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়। অঞ্চল-৩ এর ১২টি ওয়ার্ডের ৯৫০ জন পরিচ্ছন্নকর্মী ও শতাধিক মশককর্মী বিশেষ এই কার্যক্রমে অংশ নেন। 


আরও পড়ুন: বাড়ছে ডেঙ্গু রোগ, রক্তে প্লাটিলেট বাড়াতে যা খাবেন


এছাড়াও খিলগাঁও কবরস্থানে এবং জুরাইন কবরস্থানে বিশেষ পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। সেসব কবরস্থানে শতাধিক পরিচ্ছন্নকর্মী ও মশককর্মী অংশ নেন। 


বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমে অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 


জেবি/ আরএইচ/