প্রেমিকাকে হত্যা করে প্রেমিকের আত্মহত্যা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


প্রেমিকাকে হত্যা করে প্রেমিকের আত্মহত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে জয় বড়ুয়া ও অন্বেষা বড়ুয়া চৌধুরী নামের দুই কিশোর-কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পাহাড়তলী মহামুনি গ্রামের দারোগাবাড়ি থেকে রোববার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাদের লাশ উদ্ধার করা হয়।

জয় ও অন্বেষা গত বছর এসএসসি পাশ করে এবার কলেজে পড়ছিল। স্কুলে থাকাকালে দুবছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি স্বজনদের। জয় বড়ুয়া পাড়ার নিরেন্দ্র বড়ুয়ার ছেলে। হত্যার শিকার অন্বেষা চৌধুরী একই এলাকার রঞ্জিত চৌধুরীর মেয়ে।

পুলিশের জানিয়েছে, বিয়ের খবর শুনে প্রেমিকাকে হত্যা করে জয় বড়ুয়া নামের এক কিশোর আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, দুজনই এবার এসএসসি পাস করেছে। প্রায় দুই বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল। এর মধ্যে আগামী ১০ মার্চ অন্বেষার বিয়ে ঠিক করে পরিবার। বিষয়টি জানতে পেরে রোববার (২৭ ফেব্রুয়ারি) মেয়েটিকে নিজ বাড়িতে ডেকে নেয় জয়। রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জয় তার চাচার একটি পরিত্যক্ত বাড়িতে অন্বেষাকে নিয়ে যায়। এ সময় প্রথমে শ্বাসরোধে হত্যার পর মৃত্যু নিশ্চিত করতে গলায় ছুরিকাঘাত করে জয়। পরে নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘটনাটির ধরন দেখে এটাই মনে হচ্ছে আপাতত। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। তবে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, লাশ দুটি উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাহাড়তলী ইউনিয়নের বড়ুয়াপাড়ার ওয়ার্ডের সদস্য সালাউদ্দিন কাদের বলেন, এ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রেম সম্পর্কিত বিষয় নিয়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ তদন্ত করছে।

এসএ/