নারায়ণগঞ্জে অটোরিকশা তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:১২ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৩


নারায়ণগঞ্জে অটোরিকশা তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর দেওয়ান বাড়ি এলাকায় অটোরিকশা তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৩ শ্রমিক ও পথচারীসহ ১০ জন দগ্ধ হয়েছেন। 


শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় ফতুল্লার কাশিপুর দেওয়ান বাড়ি এলাকা এ ঘটনা ঘটে।


বিস্ফোরণে দগ্ধদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণে পিলার দিয়ে তোলা দোতলার চারপাশের উড়ে গেছে।


আরও পড়ুন: নারায়ণগঞ্জে প্যাসেঞ্জার টার্মিনাল নির্মাণ প্রকল্পের ক্ষতিগ্রস্তদের চেক হস্তান্তর


স্থানীয় সূত্র জানায়, কাশিপুরের দেওয়ান বাড়ি মুসকানি মোটরসে নতুন অটোরিকশা তৈরি করা হয়। রিকশার ব্যাটারিতে কেমিক্যালে আগুন ধরে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে মুহূর্তের মধ্যে পুরো কারখানায় বিস্ফোরণ ঘটে। একই সাথে পাশাপাশি রফরফ মোটরস নামে আরেকটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায়।


আরও পড়ুন: নারায়ণগঞ্জে রাজউকের অভিযানে ভেঙে ফেলা হল বহুতল ভবন


ফায়ার সার্ভিস বলছে, ব্যাটারির কেমিক্যাল ও ভেতরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এমনটা ঘটতে পারে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা থানার উপ পরিদর্শক মফিজুল ইসলাম জানান, বিস্ফোরণে কারখানা চুরমার হয়ে গেছে। এতে কমপক্ষে সাতজন আহত হয়েছে।


জেবি/এসবি