Logo

প্রাথমিক বিদ্যালয়ের তিন শিশুকে যৌন নিপীড়ন, আটক-১

profile picture
জনবাণী ডেস্ক
৩০ জুলাই, ২০২৩, ০১:৫৮
14Shares
প্রাথমিক বিদ্যালয়ের তিন শিশুকে যৌন নিপীড়ন, আটক-১
ছবি: সংগৃহীত

এ সময় তিন শিশুর হাতে ৫০০ টাকা ধরিয়ে দিয়ে ঘটনাটি কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেয়া হয়।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের তিন শিশু যৌন নিপীড়নের দায়ে আনসার মোড়ল (৬৫) কে গ্রেফতার করেছে র‌্যাব। 

শুক্রবার (২৮ জুলাই) রাতে জেলা শহরের শিবতলা মোড় থেকে তাকে আটক করে। রাজশাহী সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই অবস্থিত আনসার মোড়লের মুদি দোকানে টিফিনের জন্য খাবার নিতে গেলে পর্যায়ক্রমে ঐ তিন শিশুকে যৌন নিপীড়ন করেন আনসার মোড়ল। 

বিজ্ঞাপন

এ সময় তিন শিশুর হাতে ৫০০ টাকা ধরিয়ে দিয়ে ঘটনাটি কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেয়া হয়। উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হলে আসামী আনসার গা ঢাকা দেয়। 

বিজ্ঞাপন

এ ঘটনায় এক শিশুর মা বাদী হয়ে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপর সিপিসি-১ র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল অপারেশন পরিচালনা করে এ মামলার এজাহারভূক্ত পলাতক আসামী আনসার মোড়লকে গ্রেফতার করা হয়। 

এ ঘটনায় আটককৃত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD