খালের পাশে পড়ে অঝোরে কাঁদছিল নবজাতক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


খালের পাশে পড়ে অঝোরে কাঁদছিল নবজাতক

বান্দরবান সদর উপজেলায় খালের পাড়ে কাঁদছিল এক নবজাতক। সে সময় ওই খালে মাছ ধরতে গিয়ে নবজাতকের কান্না শুনতে পান এক দম্পতি। এরপর তীব্র শীতে খালি গায়ে পড়ে থাকা অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করে ঘরে নিয়ে যান তাঁরা। কিন্তু, স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেওয়ার পর শিশুটির ঠাঁই হয় বান্দরবান সদর হাসপাতালে। গতকাল রোববার রাত ৯টা থেকে সদর হাসপাতালের বেবি কেয়ারে নিবিড় পরিচর্যায় শিশুটিকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

আব্দুল করিম ও হাসিনা বেগম ওই দম্পতি জানান, সুয়ালক ইউনিয়নের কদুখোলা এলাকায় বাড়ির পাশে খালের পাড়ে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। এরপর বেলা ১১টার দিকে খালের পাড়ে এক শিশুর কান্না শুনতে পান। পরে এগিয়ে গেলে বস্তায় মোড়ানো অবস্থায় এক ছেলে শিশুকে দেখতে পেয়ে বাসায় নিয়ে যান তাঁরা। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, নবজাতকের মা-বাবা ও স্বজনেরা সামাজিকভাবে পরিচয় গোপন রাখতে শিশুটিকে বস্তায় মুড়িয়ে খালের পাড়ে ফেলে রেখে গেছেন।

কদুখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. রফিকুল আলম বলেন, ‘স্থানীয় বাসিন্দা আবদুল করিম ও হাসিনা বেগম দম্পতি খালের পাড়ে ফেলে রাখা শিশুটিকে উদ্ধার করেছেন। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে সদর থানা পুলিশ রাত ৯টার দিকে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়। পরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।’

সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মনজুরুল আলম বলেন, ‘শিশুটিকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। বর্তমানে সে সুস্থ রয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। এরপর হাসপাতালের বেবি কেয়ারে পর্যবেক্ষণের জন্য রাখা হয়। পরবর্তী সময়ে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসএ/