প্রাথমিকে প্রধান শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩ আগস্ট
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৩
সারাদেশে এবার প্রধান শিক্ষক পদে বদলির কার্যক্রম শুরু করছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। অনলাইনে এই আবেদন আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে। যা চলবে ৫ আগস্ট পর্যন্ত।
প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে রবিবার (৩০ জুলাই) সব বিভাগীয়, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
জানা গেছে, প্রথম ধাপে একই উপজেলা/থানার মধ্যে বদলি হবে। পরে আন্তঃউপজেলা, আন্তঃজেলা, বিভাগ, মহানগর ও সিটি কর্পোরেশনের বদলি কার্যক্রম শুরু হবে।
আরও পড়ুন: মাদ্রাসা বোর্ডে পাশের হার ৭৪.৭০ শতাংশ
বিজ্ঞপ্তি বলা হয়, একই উপজেলার মধ্যে বদলি হতে চা ওয়া আগ্রহী প্রধান শিক্ষকদের বদলির জন্য অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৩ আগস্ট থেকে, চলবে ৫ আগস্ট পর্যন্ত। ৬ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত উপজেলা/থানা শিক্ষা অফিস আবেদন নিষ্পত্তি করবে। ৯ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিস আবেদন নিষ্পত্তি করবে।
একই উপজেলার মধ্যে বদলির ক্ষেত্রে শিক্ষকদের আবেদন নিষ্পত্তি করবে জেলা শিক্ষা অফিস। তবে এক জেলা থেকে অন্য জেলা বা অন্য বিভাগে বদলির আবেদন নিষ্পত্তি করবে বিভাগীয় অফিস। শুধু মহানগর ও সিটি কর্পোরেশনের বদলির আবেদন নিষ্পত্তি করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
আরও পড়ুন: পাসের হার কমেছে ৭ দশমিক ০৫ শতাংশ
বদলির শর্তাবলী:
১. প্রধান শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু এক বা দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
২. যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ২০১২ সালের ২২ ডিসেম্বর জারি করা সর্বশেষ ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২২’ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্র যাচাই করে অগ্রায়ন করবেন।
৩. যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ পরবর্তীতে তা পুনর্বিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।
জেবি/এসবি