মাদ্রাসা বোর্ডে পাশের হার ৭৪.৭০ শতাংশ

জিপিএ- ৫ পেয়েছেন ছয় হাজার ২১৩ জন মোট ৭১৬টি কেন্দ্রে নয় হাজার ৯২টি প্রতিষ্ঠান অংশ নেয়
বিজ্ঞাপন
এসএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। বিদেশি কেন্দ্রে পাসের হার ৮৫ দশমিক ৩৩ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ।
শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বিজ্ঞাপন
এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট দুই লাখ ৮৫ হাজার ৮৭ পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ছাত্র এক লাখ ৩৯ হাজার ৬৫৫ জন, ছাত্রী এক লাখ ৪৫ হাজার ৪৩২ জন।
বিজ্ঞাপন
উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখ ১২ হাজার ৯৬৪ জন।
এ বোর্ডে এবার জিপিএ- ৫ পেয়েছেন ছয় হাজার ২১৩ জন। মোট ৭১৬টি কেন্দ্রে নয় হাজার ৯২টি প্রতিষ্ঠান অংশ নেয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ বোর্ডে ছাত্রদের পাসের হার ৭২ দশমিক ২৯ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৭৭ দশমিক ০২ শতাংশ।
বিজ্ঞাপন
প্রাপ্ত ফলে আরও দেখা যায়, এ বছর বরিশাল বিভাগে সর্বোচ্চ পাসের হার ৯০ দশমিক ১৮ শতাংশ, সর্বনিম্ন সিলেট বিভাগে ৭৬ দশমিক ০৬ শতাংশ। এছাড়া ঢাকা বোর্ডে ৭৭ দশমিক ৫৫ শতাংশ, রাজশাহীতে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, কুমিল্লায় ৭৮ দশমিক ৪২ শতাংশ, যশোরে ৮৬ দশমিক ১৭ শতাংশ, চট্টগ্রামে ৭৮ দশমিক ২৯ শতাংশ, দিনাজপুরে ৭৬ দশমিক ৮৭ শতাংশ, ময়মনসিংহে ৮৫ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ২০ লাখ ৪১ হাজার ৪৫০ পরীক্ষার্থী ছিলেন।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/








