Logo

সারাদেশে ১১৭২ জন জাল সনদধারী শিক্ষক শনাক্ত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ ডিসেম্বর, ২০২৫, ১৮:৩৮
51Shares
সারাদেশে ১১৭২ জন জাল সনদধারী শিক্ষক শনাক্ত
প্রতীকী ছবি

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে ১১৭২ জন জাল সনদধারী শিক্ষক শনাক্ত করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। এদের মধ্যে অনেকেই ভুয়া সনদ ব্যবহার করে চাকরি গ্রহণ করেছেন, বেতন-ভাতা নিয়েছেন এবং অর্থ আত্মসাৎ, ভ্যাট ও আইটি সংক্রান্ত নানা অনিয়মে জড়িত ছিলেন।

বিজ্ঞাপন

ডিআইএ প্রতিবেদনে এদের কাছ থেকে মোট ২৫৩ কোটি টাকা ফেরত নেওয়ার সুপারিশ করা হয়েছে।

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম জানিয়েছেন, জাল সনদধারীদের একটি বিস্তারিত তালিকা প্রস্তুত করা হয়েছে। এই তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে, যাতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়।

বিজ্ঞাপন

ডিআইএ-এর তথ্য অনুযায়ী, জাল সনদধারী শিক্ষকদের শনাক্তকরণে শীর্ষে রয়েছে রাজশাহী বিভাগ। এখানে ৭৭৯ জন শিক্ষক-কর্মচারীর সনদ জাল বলে শনাক্ত হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ১৭৯, ঢাকা বিভাগে ৭০, চট্টগ্রাম বিভাগে ২৪ এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরে ১২০ জনের সনদ ভুয়া বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শনাক্ত হওয়া ১১৭২ জনের মধ্যে প্রায় ৪০০ জনের সনদ সম্পূর্ণ ভুয়া এবং ৩০০ জনের সনদ অগ্রহণযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডিআইএ প্রথম ধাপে সম্পূর্ণ ভুয়া ৪০০ শিক্ষকের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করছে।

বিজ্ঞাপন

ডিআইএ-এর এই পদক্ষেপ শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় এ তালিকার ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভুয়া সনদ ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD