Logo

শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ নিয়ে কঠোর অবস্থানে মন্ত্রণালয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ ডিসেম্বর, ২০২৫, ১৭:২০
22Shares
শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ নিয়ে কঠোর অবস্থানে মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকদের টানা কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর এবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে অবিলম্বে পরীক্ষার কাজে অংশ নিতে কঠোর নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্দেশ অমান্য করলে সরকারি চাকরি আইন, আচরণ বিধিমালা ও ফৌজদারি আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১ ডিসেম্বর থেকে কর্মবিরতি এবং ৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির বিষয়ে মন্ত্রণালয় অবগত। সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠন বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ, ১০ ও ১৬ বছর চাকরির পর উচ্চতর গ্রেড প্রদান এবং প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ তিন দফা দাবি উত্থাপন করেছেন। এসব বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে। পাশাপাশি বেতন-কমিশন ও অর্থ উপদেষ্টার সঙ্গেও আলোচনার কথা জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, এর আগে ৭ আগস্ট সহকারী শিক্ষকদের বেতন ১৩তম থেকে ১১তম গ্রেডে উন্নীতকরণের বিষয়ে জাতীয় বেতন কমিশনকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছিল। পে-কমিশনের প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে ১০ নভেম্বর অর্থ বিভাগ মন্ত্রণালয়কে জানিয়েছে।

মন্ত্রণালয়ের অভিযোগ, বিভিন্ন স্থানে সহকারী শিক্ষক নেতারা শুধু পরীক্ষায় অনাগ্রহই দেখাচ্ছেন না, বরং কোথাও কোথাও পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষকদের বাধা দেওয়া, এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে। কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হওয়া এবং বার্ষিক পরীক্ষা বিঘ্নিত করাকে মন্ত্রণালয় আচরণ বিধিমালা ও ফৌজদারি আইনের পরিপন্থী বলে মন্তব্য করেছে।

বিজ্ঞাপন

সবশেষে মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে— সহকারী শিক্ষকদের দ্রুত পরীক্ষার কাজে যোগ দিতে হবে এবং তৃতীয় প্রান্তিকের পরীক্ষাসহ বিদ্যালয়ের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। অন্যথায়, শৃঙ্খলাভঙ্গের দায়ে কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD