Logo

সাড়ে চারশো শিক্ষার্থীর পরীক্ষার ভার একা সামলাচ্ছেন প্রধান শিক্ষক

profile picture
নিজস্ব প্রতিবেদক
নেত্রকোণা
৩ ডিসেম্বর, ২০২৫, ১৫:২৭
11Shares
সাড়ে চারশো শিক্ষার্থীর পরীক্ষার ভার একা সামলাচ্ছেন প্রধান শিক্ষক
ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের চলমান কর্মবিরতির কারণে বার্ষিক পরীক্ষা পরিচালনার দায়িত্ব একাই সামলাচ্ছেন প্রধান শিক্ষক মো. শাহজাদা ওসমানী।

বিজ্ঞাপন

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় পরিদর্শন করা হলে দেখা যায়, ৫টি শ্রেণির ৪৫০ জন শিক্ষার্থী একাই প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে পরীক্ষায় অংশ নিচ্ছে।

বিদ্যালয়ের অফিস কক্ষ ফাঁকা এবং কোনো সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন না। বিদ্যালয়ের সামনে অবস্থান করা অভিভাবকরা জানান, সকালেও কয়েকজন সহকারী শিক্ষক আসছিলেন, তবে প্রধান শিক্ষক পরীক্ষা শুরু করলে তারা বিদ্যালয় থেকে চলে যান।

বিজ্ঞাপন

প্রধান শিক্ষক মো. শাহজাদা ওসমানী জানান, সহকারী শিক্ষকদের আন্দোলনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমরা চাই তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরীক্ষা নেওয়ার নির্দেশনা দিয়েছে। তাই ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই কারণে আমি একাই পরীক্ষা নিচ্ছি। প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও অফিস সহায়কের সহযোগিতায় পরীক্ষা কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, ৫টি শ্রেণির মোট ৫১৭ জন শিক্ষার্থীর মধ্যে ৪৫০ জন আজ পরীক্ষায় অংশ নিয়েছে। একাই এতজন পরীক্ষার্থী নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। এটি আমার পক্ষে হিমশিম খাওয়ার মতো পরিস্থিতি।

বিজ্ঞাপন

অভিভাবকরা সহকারী শিক্ষকদের অনুপস্থিতিকে কেন্দ্র করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। তারা বলেন, শুধু একজন শিক্ষকের পক্ষে পাঁচটি ক্লাসের পরীক্ষা নেওয়া অত্যন্ত কষ্টকর। এতে পরীক্ষার মানও নষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ছে।

অপরদিকে, সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের মোহনগঞ্জ শাখার আহ্বায়ক শাহজাহান আলম বিপ্লব জানান, সরকার দ্রুত আমাদের তিন দফা দাবি বাস্তবায়ন করলে এই সংকট দ্রুত সমাধান হবে। তখনই শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD