এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে নতুন নির্দেশনা

মাদরাসা শিক্ষকদের এমপিও সংক্রান্ত বিষয় নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে মাদরাসা শিক্ষা অধিদফতর।
বিজ্ঞাপন
রবিবার (১৪ ডিসেম্বর) প্রকাশিত নোটিশ অনুযায়ী, সংশোধিত এমপিও শিটের ভিত্তিতে মাদরাসার শিক্ষক ও কর্মচারীদের বেতন বিল প্রস্তুত করতে অধ্যক্ষ ও সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে।
মাদরাসা শিক্ষা অধিদফতরের জারি করা এক নোটিশে বলা হয়, গত ১১ ডিসেম্বর প্রকাশিত এমপিও শিটে কারিগরি ত্রুটি থাকায় তা সংশোধন করে ১৪ ডিসেম্বর নতুন এমপিও শিট ইস্যু করা হয়েছে। ফলে সংশোধিত এই এমপিও শিট অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের বেতন বিল প্রস্তুত করতে সংশ্লিষ্ট অধ্যক্ষ ও সুপারদের নির্দেশ দেয়া হলো।
বিজ্ঞাপন
মাদরাসা শিক্ষা অধিদফতর আশা করছে, এই নতুন নির্দেশনার মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদান প্রক্রিয়া আরও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।








