শাহবাগ থেকে সরে গেছেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

রাজধানীর শাহবাগ মোড় থেকে পাঁচ সরকারি কলেজের শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ায় আবার স্বাভাবিক হয়েছে যান চলাচল। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠা সংক্রান্ত স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশের কারণে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে সৃষ্টি হওয়া অনিশ্চয়তার প্রতিবাদে তারা সকাল ১১টা ৪৫ মিনিটে মোড়টি অবরোধ করেছিলেন।
বিজ্ঞাপন
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অধ্যাদেশ জারি হলে সংশ্লিষ্ট কলেজগুলোর উচ্চমাধ্যমিক শিক্ষা অনিশ্চয়তার মুখে পড়বে এবং কলেজগুলোর দীর্ঘদিনের ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হবে। তাই তারা চাইছেন—স্কুলিং মডেল বাতিল করে উচ্চমাধ্যমিকের বিদ্যমান কাঠামো বহাল রাখা হোক।
শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, দাবিগুলো পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন।
বিজ্ঞাপন
সকাল ১১টার পর ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা প্রথমে সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। পরে সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মিছিল আকারে শাহবাগ মোড়ে এসে প্রধান সড়কে অবস্থান নেন।

একই সঙ্গে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দ্রুত অধ্যাদেশ জারির দাবিতে রাস্তায় নেমেছিলেন সাতটি সরকারি কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরাও। তারা শিক্ষাভবন মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
বিজ্ঞাপন
শিক্ষার্থীরা জানিয়েছেন, খসড়া অধ্যাদেশ প্রকাশের পরও চূড়ান্ত অধ্যাদেশের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে পরিচয় সংকট, একাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে বিপাকে পড়েছেন প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী।








