শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৫
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৫২ পিএম, ২রা আগস্ট ২০২৩

শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী চেয়ারম্যান পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) দিবাগত রাত সোয়া ১ টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকার বেজগাঁও ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এতে পটুয়াখালীর লালন (৪০), করিম (৩০), বিথি (১২), বরিশালের শামীম হোসেন (২৫) ও ইমানাকে (৪০) ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। স্থানীয়রা জানায়, গভীর রাতে বৃষ্টির সময় বাসটি (ঢাকা মেট্রো-ব ১৫৯৭২৭) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে শিশুসহ বাসের ৫ যাত্রী আহত হন। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বাসটি সরানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
