অদম্য মেধাবী ভবিষ্যতে ডাক্তার হতে চায় মোহনা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩


অদম্য মেধাবী ভবিষ্যতে ডাক্তার হতে চায় মোহনা
সাজিদা আক্তার মোহনা।

অস্বচ্ছল পরিবারে বেড়ে উঠা অদম্য মেধাবী সানজিদা আক্তার মোহনা। সে এবার এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছে। আর্থীক অস্বচ্ছলতা তাকে দমাতে পারেনি। নিজের চেষ্টা, মা বাবার অনুপ্রেরনা আর শিক্ষকদের সঠিক গাইড লাইন তার এই সাফল্যে কারন বলে জানান মোহনা। 


সে ভবিষ্যতে চিকিৎসক হতে চান। মোহনার বাবা আব্দুল মান্নান পেশায় একজন বিক্রয় প্রতিনিধি মা শাহানারা গৃহিনী। ১ ভাই ১ বোনের মধ্যে মোহনা বড়। সে যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে সম্মিলিত ভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছে। 


এ যেন আধার ঘরে চাঁদের আলো। মেয়ের ভালো সাফল্যে পরিবারে বাধভাঙ্গা আনন্দের পাশাপাশি উচ্চ শিক্ষা নিয়ে শংকায় মোহনার পরিবার। আর্থীক অস্বচ্ছলতা উচ্চ শিক্ষা গ্রহণে তার প্রধান অন্তরায় উল্লেখ করে মোহনা বলেন, তার বাবা সামান্য বেতনে চাকুরী করেন। সংসার চালাতে হিমশিম খেতে হয় দরিদ্র পিতার। মেয়ের উচ্চ শিক্ষার খরচ জোগান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পিতা আব্দুল মান্নান। সঠিক যোগান আর প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে মোহনা ভবিষ্যতে দেশের জাতীয় সম্পদ হয়ে উঠবে এমন প্রত্যাশা অভিভাবক ও শিক্ষকদের।