দুই মামলায় ছাত্র অধিকারের সভাপতি ইয়ামিন গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:১১ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৩
বিস্ফোরক আইনের একটি মামলা এবং গণঅধিকার পরিষদের কার্যালয় ভাঙচুরের ঘটনায় কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ আগস্ট) দুপুরে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নুরের বাসা থেকে ছাত্র অধিকারের সভাপতি ইয়ামিনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
এর আগে মঙ্গলবার মধ্যরাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বাসা থেকে বিন ইয়ামিন মোল্লাকে আটক করা হয়।
এ ঘটনায় বুধবার ভোরে এক সংবাদ সম্মেলন করে বিন ইয়ামিনকে তুলে নেওয়ার অভিযোগ করেন নুর। পরে অবশ্য দুই মামলায় ছাত্র অধিকার পরিষদের সভাপতিকে গ্রেফতার দেখানো হয়।
এদিন সকালে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, দুপুরের পর ইয়ামিনকে আদালতে হাজির করা হবে।
জেবি/এসবি