মুন্সীগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩৩ পিএম, ৪ঠা আগস্ট ২০২৩

মুন্সীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারের কাছে মাদক, ইভটিজিং ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের যানজটের পাশাপাশি বিভিন্ন সময় চুরি ও ডাকাতিসহ জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
তবে জেলার মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সমস্যা নিয়ে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক। চুরি, ডাকাতি ছিনতাইয়ের চেয়ে মাদক আরো ভয়াবহ। মাদক ও সন্ত্রাসের বিষয়ে পুলিশকে সহযোগীতার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
এতে উপস্থিত ছিলেন নব নিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, মো. আদিবুল ইসলাম, ডিএসবি পুলিশ সুপার ইয়াসিনা ফেরদৌসী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল হাসান ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
