অষ্টগ্রামে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে কুপিয়ে জখম মামলার আসামি গ্রেফতার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৩


অষ্টগ্রামে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে কুপিয়ে জখম মামলার আসামি গ্রেফতার
আসামি ঝুটন মিয়া

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলশিক্ষককে কুপিয়ে জখম মামলার আসামি ঝুটন মিয়াকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। 


বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে পাশ্ববর্তী  ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার ঝুটন মিয়া উপজেলার কলাপাড়া গ্রামের পলাশ মিয়ার ছেলে।


অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) নিপুন মজুমদারের নেতৃত্বে অষ্টগ্রাম থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঝুটন মিয়াকে পাশ্ববর্তী  ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৪ আগষ্ট) তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি। 


উল্লেখ্য, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় অষ্টগ্রাম আবদুল হামিদ স্কুল এন্ড কলেজের শিক্ষক মনিরুজ্জামান টুটনকে গত বুধবার কুপিয়ে জখম করে কলাপাড়া গ্রামের পলাশ মিয়ার বখাটে ছেলে ঝুটন মিয়া। পরে এ ঘটনায় শিক্ষক টুটনের ভাই বাদী হয়ে ঝুটন মিয়াকে আসামি করে বৃহস্পতিবার অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।


আরএক্স/