কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৩


কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ
ফাইল ছবি

গত কয়েকদিন ধরে চলমান টানা বর্ষণে ক্ষয়ক্ষতি এড়াতে রাঙামাটি কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। শনিবার (৫ আগস্ট) রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, “অতি বৃষ্টিতে যেমন পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। তেমনি পাহাড়ি ঢলের কারণে রাঙামাটি কাপ্তাই হ্রদে নৌ চলাচলে বিপদের শঙ্কা রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসরতদের জন্য খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। আর কাপ্তাই হ্রদের নৌ পথে রয়েছে পাঁচটি উপজেলা। বরকল, লংগদু, বিলাইছড়ি, জুরাছড়ি ও বাঘাইছড়ি। এসব উপজেলার মানুষকে লঞ্চ কিংবা ছোট ইঞ্জিন চালিত নৌকায় যাতায়াত করতে হয়। তাদের নিরাপত্তায় উজান থেকে পাহাড়ি ঢল নামা পর্যন্ত অর্থাৎ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।”


অপরদিকে পাহাড়বাসীকে নিরাপদ স্থানে নিতে মাঠে নেমেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাহাড়ে পাহাড়ে করা হচ্ছে মাইকিং। ঘরে ঘরে গিয়ে করা হচ্ছে সতর্ক। রাঙামাটি জেলা ও উপজেলা মিলে প্রায় ২৫ হাজার মানুষ পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করে। তাদের নিরাপত্তায় ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস থেকে বিরত থাকার জন্য জেলা প্রশাসন ও পৌরসভা সতর্ক বার্তা জারি রেখেছে।।


রাঙামাটি আবহাওয়া অফিস বলছে, “অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে আর কয়েকদিন।”


জেবি/এসবি