Logo

ময়মনসিংহে ট্রাক চাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

profile picture
জনবাণী ডেস্ক
৭ আগস্ট, ২০২৩, ০৩:৫৫
17Shares
ময়মনসিংহে ট্রাক চাপায় প্রাণ গেল শিক্ষার্থীর
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জ বকুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ময়মনসিংহের সদরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী হাফিজুল ইসলাম হিফজু (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

নিহত হাফিজুল ইসলাম হিফজু নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মো. শহিদুল ইসলামের ছেলে। সে এবছর এসএসসি পাশ করেছে।

বিজ্ঞাপন

রবিবার (৬ আগস্ট) সকালে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জ বকুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সকাল ৯ টার দিকে হিফজু তার চাচার মোটরসাইকেল নিয়ে পাথরভাঙা এলাকা থেকে শম্ভুগঞ্জ বাজারের দিকে আসছিল। পথিমধ্যে বকুলতলা এলাকায় আসতে অটোরিকশা পিছনে ধাক্কা দিয়ে মোটরসাইকেলসহ হিফজু পড়ে যায়। 

এসময় বিপরিত দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে হিফজু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হিফজুকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এবিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহ কামাল আকন্দ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বিনাময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD