পরকীয়ায় অতিষ্ঠ হয়ে মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
দিন ধরে পরকীয়ার অভিযোগে কক্সবাজারের টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে বউকে তালাক দিয়েছেন ছৈয়দ নুর নামে এক ব্যক্তি। মাইকে তালাক দেয়ার ভিডিও ফেসবুকেদীর্ঘ ছড়িয়ে পড়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা
১১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপির খারাংখালী এলাকায় এই ঘটনা ঘটে।
১ মিনিট ৫ সেকেন্ডের ওই ভিডিওতে
ছৈয়দ নুরকে বলতে শোনা যায়, তিনি তার স্ত্রীকে আদালতের মাধ্যমে তালাকনামা পাঠিয়েছেন।
তারপরও তার স্ত্রী তার বাড়িতেই আছেন। এমনকি পরকীয়া সম্পর্কেও লিপ্ত। এজন্য তিনি জনসম্মুখে
ঘোষণা দেন। এসময় তাকে এক তালাক, দুই তালাক, তিন তালাক বলতে শোনা যায়।
স্থানীয়রা জানান, ছৈয়দ নূর
ওই নারীকে প্রায় ১২ বছর আগে বিয়ে করেন। বিয়ের পর তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন।
স্বামীর হাতে কয়েকবার স্ত্রী ধরাও পড়েন। পরে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। তাদের
মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এ কারণে মাইক ভাড়া করে এনে জনসম্মুখে স্ত্রীকে তালাক
দেওয়ার ঘোষণা দেন ছৈয়দ নূর।
এ বিষয়ে হোয়াইক্যং ইউনিয়নের
চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী জানান, ইউনিয়ন পরিষদে তাদের বিচার চলমান। ৫ থেকে ৬
মাস আগে পরকীয়ার অভিযোগ তুলে স্বামী। ওই গৃহবধূর খারাপ চরিত্রের বিষয়ে এলাকার বেশির
ভাগ মানুষ অবগত ও অভিযোগ তুলে।
ওআ/