বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

শহিদ বুদ্ধিজীবী প্যারী মোহন আদিত্যের প্রয়াণ দিবস


নিজস্ব প্রতিবেদক
🕐 প্রকাশ: ১২:৩৯ পিএম, ৮ই আগস্ট ২০২৩

‘শহীদ বুদ্ধিজীবী প্যারী মোহন আদিত্য

সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক, শহীদ বুদ্ধিজীবী প্যারী মোহন আদিত্যের প্রয়াণ দিবস আজ (৮ আগস্ট)। শহিদ প্যারী মোহন আদিত্য ব্যক্তি জীবনে পূর্বপাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) এর সৎসঙ্গের সহ-সম্পাদক, সৎসঙ্গের মুখপাত্র, ‘সৎসঙ্গ সংবাদ’ পত্রিকার সহ-সম্পাদক হিসেবে নিজেকে সংবাদপত্রসেবীর মতো মহান পেশায় নিয়োজিত করেছিলেন। 


তিনি সৎসঙ্গের ভাবাদর্শের একজন সহ-প্রতিঋত্বিক ছিলেন। যার মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে “বাঁচা বাড়ার” মন্ত্র হিসেবে শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শ প্রচার করতেন এবং জনহিতকর ও কল্যাণকর কাজে মানুষকে অনুপ্রাণিত করার জন্য নিজেকে নিয়োজিত করেছিলেন। তিনি ছিলেন দেশপ্রেমী একজন সমাজসেবক, নীতি ধর্মের ধারক-বাহক, মানবতাবাদী চেতনার মানুষ। 


তিনি তাঁর লেখার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতেন। বাঙালি সংস্কৃতির একজন একনিষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন তিনি। নাটক, যাত্রা, পালাগান তথা দেশাত্মবোধক সংস্কৃতির চর্চায় তিনি নিজেকে ব্যাপৃত রাখতেন এবং প্রজন্মের মধ্যেও ছড়িয়ে দিতেন এইসব শুভবোধ।


তিনি মানবতার ধর্ম বিশ্বাস করতেন। মানুষ ক্ষতিগস্ত ও বিপদগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়ানো, বিপদ মুক্তির জন্য সাহায্য করাই তাঁর ধর্ম ও কর্ম ছিল। তিনি ১৯৫৮ সালে শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ব্যবহৃত পাদুকা ভারতের দেওঘর থেকে বহন করে এনে আশ্রম প্রতিষ্ঠার কাজ শুরু করেন।


১৯৭০ সালে তদানিন্তন পূর্বপাকিস্তানের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা ও জলোচ্ছ্বাস দেখা দেয়। শত শত মানুষ মৃত্যুমুখে পতিত হয়। প্যারী মোহন আদিত্য তাঁর কর্মীবাহিনীসহ নিজে ঝাঁপিয়ে পড়েন তাদের সাহায্য সহযোগিতা করার জন্য। ১৯৭১ সালের ২৪ মার্চ পূর্বপাকিস্তান সৎসঙ্গ (সৎসঙ্গ বাংলাদেশ) এর প্রতিনিধি হয়ে পূর্বপাকিস্তানের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা, জলোচ্ছ্বাসের আপদকালীন ফান্ডে বঙ্গবন্ধুর হাতে তাঁর বাসভবনে সৎসঙ্গের পক্ষে সাহায্য প্রদান করেন। এ ছাড়াও মুক্তিযুদ্ধকালীন অত্র অঞ্চলের গেরিলা মুক্তিযোদ্ধাদের সাথে সংগঠকের দায়িত্ব পালন করেন।


একাত্তরের অগ্নিক্ষরা উন্মাতাল সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর দৃষ্টি পড়ে সৎসঙ্গ আশ্রমে। টাঙ্গাইল জেলা শহর থেকে বত্রিশ কিলোমিটার উত্তরে ঢাকা-ময়মনসিংহ সড়কের পার্শ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি আশ্রম। এটি একটি জনকল্যাণমুখী প্রতিষ্ঠান। মহামানব শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শে এটি প্রতিষ্ঠিত। দেশের বিভিন্ন জায়গা থেকে আশ্রয়হীন মানুষ এখানে এসে আশ্রয় গ্রহণ করতো। যে কারণে পাকিস্তানী সেনাদের সাথে সহযোগিতাকারী দালালদের শ্যেন দৃষ্টিতে এটি নিপতিত হয়, বারবার হুমকির মুখে পড়ে এবং হামলা চলতে থাকে এখানে। মুক্তিযোদ্ধারা আস্তে আস্তে সংগঠিত হওয়ার সাথে সাথে পাকিস্তানী হানাদার বাহিনীর দস্যুরাও পুরো পাকুটিয়া এলাকাতেই চালাতে থাকে হত্যা, লুণ্ঠন আর ধর্ষণ। ঘরে ঘরে আগুন লাগিয়ে বহ্নি উৎসব করতে থাকে পাষণ্ডরা। এই ছোটো গ্রামটির মায়া ছেড়ে অনেকেই দেশ ত্যাগ করতে থাকেন। কিন্তু প্যারী মোহন আদিত্য পালিয়ে গেলেন না। একাত্তরের ৪ এপ্রিল, বেলা বারোটার সময় সৎসঙ্গ আশ্রমের বিপদঘণ্টা বেজে ওঠে। সঙ্গে মানুষের আর্তচিৎকার, ছুটাছুটি, বিকট গুলির শব্দ এবং চারপাশের বাড়ি-ঘরে আগুনের লেলিহান। বিপদঘণ্টা বেজে ওঠার সঙ্গে সঙ্গে সবাই যে যার মতো লুকিয়ে পড়েন।


আবার ১৮ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী টাঙ্গাইল থেকে ময়মনসিংহে যাওয়ার সময় পাকুটিয়া সৎসঙ্গ আশ্রমে হামলা চালায়। তাদের ছোড়া শেলের আঘাতে আশ্রম মন্দিরের চূড়া হেলে পড়ে। প্যারী মোহন আদিত্য মূল মন্দিরে ধ্যানস্থ অবস্থায় থাকায় তাঁকে মূর্তি ভেবে গুলি করা থেকে বিরত থাকে। বর্বর হানাদার বাহিনী শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের প্রতিকৃতিকে জীবন্ত মানুষ ভেবে গুলি করে। পরে কাছে গিয়ে দেখে সেটি আসলে একটি প্রতিকৃতিমাত্র। অথচ, তার পাশেই প্যারী মোহন আদিত্য ধ্যানমগ্ন ছিলেন। এ-অবস্থায় তাঁকেও মূর্তি ভেবে গুলি করা থেকে বিরত থাকেন। আর এভাবেই এ-যাত্রা তিনি প্রাণে বেঁচে যান।


পাকুটিয়া আশ্রমে প্রায়ই মুক্তিযোদ্ধারা আসতেন। অনেক মুক্তিযোদ্ধার সঙ্গে প্যারী মোহন আদিত্যের যোগাযোগ ছিল। তিনি গোপনে তাঁদের আশ্রয়, খাদ্যসহ বিভিন্ন সহায়তা দিতেন।


মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি কাদেরিয়া বাহিনী খ্যাত ১১নং সেক্টর ১নং হেড কোয়ার্টার কোম্পানীতে মুক্তিযোদ্ধাদের সেবা ও মুক্তিযোদ্ধাদের আশ্রয় প্রদানকারী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ পান। এভাবে মুক্তিযুদ্ধের সময় অতিবাহিত করেন সেবার মহান মন্ত্র নিয়ে। এই তথ্য রাজাকার কর্তৃক প্রচার হয়ে গেলে ১৯৭১ সালের ২১ মে পাকিস্তানী হানাদার বাহিনী সৎসঙ্গ আশ্রম এর পাশে পাকুটিয়া বাজারে সাঁড়াশি আক্রমণ চালালে প্যারী মোহন আদিত্য পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে ধরা পড়েন। তাঁকে আটক করে তাদের টর্চার সেলে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে। (তথ্যসূত্র: মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধি/ যুদ্ধক্ষেত্র চিহ্নিতকরণ ও তথ্যাবলি, ঘাটাইল সেনানিবাস)। তবে তিনি প্রজ্ঞাবান হওয়াতে হানাদারদের হাত থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হন। কিন্তু ঘাতকরা হাল ছাড়েনি। 


মনে প্রশ্ন জাগে, এত মানুষ থাকতে আলবদর, আলশামস, রাজাকার ও শান্তিবাহিনী কেন বাবাকেই বারবার লক্ষ্য করল? কেন তাঁকেই বারবার ঘাতকের কবলে পড়তে হয়েছে? আশ্রমে মুক্তিযুদ্ধের বিশাল বাহিনীর একটা ট্রেনিং তথ্য বিনিময়ের সেল ছিল। কিন্তু  দুর্ভাগ্যের বিষয় এই যে, ১৯৭১ সালের ৮ আগস্ট পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসররা পিছু ছাড়েনি। পাকুটিয়া বাজার থেকে বেলা প্রায় তিনটার দিকে আকাশে মাথা উঁচু করে থাকা আশ্রমের মিনারটির উপর আবারও শেল বর্ষিত হয়। শেলের আঘাতে ক্ষত-বিক্ষত হয়ে ধুলায় লুটিয়ে পড়ে ১৮ এপ্রিলের আঘাতে হেলে পড়া মিনারটি। তারপর বর্বর উল্লাসে মেতে ওঠা পিশাচের একটি দল গুলি ছুড়তে ছুড়তে প্রবেশ করে আশ্রম এলাকায়। আশ্রমে প্রবেশ করে ভয়াবহ তাণ্ডব শুরু করে এবং প্রেট্রোল ঢেলে দিয়ে আশ্রমের মন্দির, অফিস, বসতবাড়িসহ সমস্ত কিছু আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। আর এই আশ্রমে প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধাদের রণাঙ্গণের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে প্যারী মোহন আদিত্যকে প্রথমে গুলি করে, তার পেটে গুলি লাগে এবং তিনি লুটিয়ে পড়েন। তারপরও তিনি অসীম সাহসে রুখে দাঁড়ালেন হায়নাদের বিরুদ্ধে। ওদের টনক নড়ে উঠলো। চিৎকার করে একজন আর্মি অফিসার গালি দিয়ে উঠলো। কিন্তু তিনি অনড়Ñ তাঁর চোখ থেকে যেন ঘৃণা ঠিকরে পড়ছিলো। দূর থেকে একজন সৈনিক তাকে লক্ষ্য করে আবারও গুলি ছুড়লো। পর পর তিনটি গুলি বাবার দেহ ভেদ করে বেরিয়ে গেলো। তিনি মূল মন্দিরের সিঁড়ির পাশে পড়ে গেলেন। পাশবিক উত্তেজনায় উন্মত্ত সৈনিকটি দৌড়ে গিয়ে তার মুখের উপর প্রচণ্ড আক্রোশে লাথি মারলো এবং চিৎকার করে উঠলো ‘বল মুক্তি কাহা?’ বেয়নেট দিয়ে উপর্যুপরি আঘাত করার ফলে তার বুকের রক্তে মাটি ভিজে গিয়েছে। প্রচণ্ড যন্ত্রণায় তাঁর মুখ কুঁকড়ে যাচ্ছে। 


তবে তাঁর সারাদেহ ক্ষতবিক্ষত হলেও তিনি মুখ খোলেননি। পিশাচেরা আবারও তার হাত ধরে নির্মমভাবে টানতে টানতে আরও সামনে নিয়ে এলো। কয়েকজন পাকপশুসৈনিক তাদের হাতের উদ্যত বেয়নেটের খোঁচায় খোঁচায় বাবার শরীর আরও ঝাঁঝরা করে দিলো। এই দৃশ্য দেখে আড়ালে পালিয়ে থাকা আশ্রমের একজন কর্মী ছুটে এলেন। তাকেও নির্মমভাবে হত্যা করা হলো। সমস্ত আশ্রম ভবনে ওরা তন্ন তন্ন করে খুঁজলো মুক্তিযোদ্ধাদের। কিন্তু কোথাও কাউকে না পেয়ে এলোপাথারি গুলি ছুড়তে ছুড়তে রাস্তায় বেরিয়ে গেলো এবং সমস্ত গ্রামটি হয়ে উঠলো শ্মশানের মতো। প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যার প্রার্থনা শেষে (৬:২৯ মিনিটে সন্ধ্যার প্রার্থনা) তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। প্যারী মোহন আদিত্যের মরদেহ পড়ে ছিল আশ্রমে। পরে তাঁরই বড় ভাই রাস বিহারী আদিত্যসহ স্থানীয় কয়েকজন গোপনে তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন।


এইসব ঘটনা থেকে স্পষ্ট বুঝতে পারা যায়, কেন প্যারী মোহন আদিত্যকে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর আলবদর আলশামস রাজাকাররা বারবার টার্গেট করে আর কেনই বা তাকে নির্মম আঘাতের মুখে পড়তে হয়। তিনি ছিলেন দেশপ্রেমী একজন সমাজসেবক, নীতি ধর্মের ধারক-বাহক, মানবতাবাদী চেতনার মানুষ। তিনি তাঁর লেখার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতেন। বাঙালি সংস্কৃতির একজন একনিষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন তিনি। নাটক, যাত্রা, পালাগান তথা দেশাত্মবোধক সংস্কৃতির চর্চায় তিনি নিজেকে ব্যাপৃত রাখতেন এবং প্রজন্মের মধ্যেও ছড়িয়ে দিতেন এইসব শুভবোধ। আর এ-জন্যই তাঁকে দেশবিরোধী শক্তির আক্রোশের মুখে পড়তে হয় বারবার এবং নির্মমভাবে জীবন দিতে হয়।


মুক্তিযুদ্ধের গবেষক শফিউদ্দিন তালুকদারের ‘একাত্তরের গণহত্যাÑ যমুনা পর্ব ও পশ্চিম তীর’, জুলফিকার হায়দারের ‘ঘাটাইলের ইতিহাস ও ঐতিহ্য’, বাংলা একাডেমি প্রকাশিতÑ রশিদ হায়দার সম্পাদিত ‘স্মৃতি : ১৯৭১’, রাস বিহারী আদিত্য সম্পাদিত ‘শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্র ও সৎসঙ্গ বাংলাদেশ’, রশিদ হায়দার সম্পাদিত ‘খুঁজে ফিরি’, পান্না কায়সার সম্পাদিত ‘হৃদয়ে একাত্তর’, ‘টাঙ্গাইলের রাজনীতি ও মুক্তিযুদ্ধ’  ড. আশরাফ সিদ্দিকীর বিভিন্ন গ্রন্থ, কবি সমরেশ দেবনাথের বিভিন্ন গ্রন্থ, শফি কামাল বাদল সম্পাদিত ‘টাঙ্গাইল: আলোকে-উদ্ভাসে’ গ্রন্থে এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ’ গ্রন্থে, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সচিত্র বাংলাদেশ এ, ‘দেশাত্মবোধ ও আধ্যাত্মিক চেতনায় শহিদ বুদ্ধিজীবী প্যারী মোহন আদিত্য’, আঞ্চলিক পত্র-পত্রিকা ও সাহিত্য ম্যাগাজিন ও জাতীয় পত্রিকাসহ ভারত থেকে প্রকাশিত পত্র-পত্রিকাতেও প্যারী মোহন আদিত্যের এ সংক্রান্ত তথ্যাবলি রয়েছে। 


বাঙালি জাতি শহীদ বুদ্ধিজীবী প্যারী মোহন আদিত্যের আত্মত্যাগের কথা কখনোই ভুলবে না। তাঁর স্মরণে পাকুটিয়া সৎসঙ্গ তপোবন বিদ্যালয়ের সামনে স্মৃতিস্তম্ভ¢ করা হয়েছে। এ ছাড়া টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পাকুটিয়া বাসস্ট্যান্ড থেকে সৎসঙ্গ আশ্রম পর্যন্ত সড়কটি ‘শহীদ প্যারী মোহন আদিত্য সড়ক’ নামকরণ করা হয়েছে।


শহিদ প্যারী মোহন আদিত্যের জীবন ও কর্মময় জীবন সম্পর্কে প্রথিতযশা বুদ্ধিজীবীরা বিভিন্ন পত্র-পত্রিকা ও আলোচনা সভায় আলোকপাত করেছেন। যেমন- বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক- গবেষক, উপন্যাসিক, লোকসাহিত্যিক এবং শিশুসাহিত্যিক ড. আশরাফ সিদ্দিকী লিখেছেন, ‘তিনি আছেন সৎসঙ্গে সবচেয়ে সত্য হয়ে’। মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম একজন প্রতিষ্ঠাতা এবং বেতার কেন্দ্রের সংগঠকদের মধ্যে একজন অগ্রদূত বেলাল মোহাম্মদ লিখেছেন, ‘সৎসঙ্গের কিংবদন্তি প্যারী মোহন আদিত্য’। সাংবাদিক, কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট সন্তোষ গুপ্ত লিখেছেন, ‘অনুভবে শহিদের অমর স্মৃতি’। আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক, স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক আশরাফুল আলম লিখেছেন, ‘সমর্পিত একজন মানুষ শহিদ প্যারী মোহন আদিত্য’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-রেজিস্ট্রার মরমি সাধক মোঃ এন্তাজ উদ্দিন লিখেছেন, ‘কথা ছিল অমর হবে’। বীর মুক্তিযোদ্ধা মোঃ বেলায়েত হোসেনের ভিডিও চিত্রে, ‘সৎসঙ্গের অবিচ্ছেদ্য অংশ শহিদ প্যারী মোহন আদিত্য’। লেখক, শিক্ষক, গবেষক, সমাজ-সংস্কারক ও রুদ্রবীণা সঙ্গীত বিদ্যালয়- মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, অধ্যাপক ড. রজতকান্তি ভটাচার্য্য লিখ, ‘মুক্তিযুদ্ধ ও সৎসঙ্গের শহিদ প্যারী মোহন আদিত্য’। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ‘সচিত্র বাংলাদেশ’ এ সৎসঙ্গ বাংলাদেশের সভাপতি কুঞ্জ বিহারী আদিত্য লিখেছেন, ‘দেশাত্মবোধ ও আধ্যাত্মিক চেতনায় শহিদ বুদ্ধিজীবী প্যারী মোহন আদিত্য’। সৎসঙ্গ বাংলাদেশের সম্পাদক ধৃতব্রত আদিত্য লিখেছেন, ‘সৎসঙ্গ বাংলাদেশ মুক্তিযুদ্ধ ও সৎসঙ্গের অবদানে শহীদ বুদ্ধিজীবী প্যারী মোহন আদিত্য’। পাবনার কৃতিসন্তান মো. রবিউল হাসান (ফিরোজ) লিখেছেন, ‘কীর্তিমান মানুষের আত্মত্যাগে এই বিজয়’। শ্রীজগদীশ চন্দ্র মহলদার (সাবেক সভাপতি, সৎসঙ্গ বাংলাদেশ) লিখেছেন, ‘স্মৃতির মণিকোঠায় একাত্তরের মুক্তিযুদ্ধ ও সৎসঙ্গ’। শিক্ষক ও নাট্যব্যক্তিত্ব মণীন্দ্র চন্দ্র ভদ্র লিখেছেন, ‘নাট্যব্যক্তিত্ব শহীদ প্যারী মোহন আদিত্য’। বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিয়ার রহমান খান লিখেছেন, ‘প্যারী মোহন আদিত্যকে যেমন দেখেছি’। শ্রীপ্রমথ রঞ্জন শর্মা লিখেছেন, ‘প্যারী মোহন এক বিস্মৃত ভক্তের নাম’। সৎসঙ্গ বাংলাদেশ এবং সৎসঙ্গ সংবাদ এর সম্পাদক শ্রীরাস বিহারী আদিত্য লিখেছেন, ‘মুক্তিযুদ্ধে ছোট ভাইয়ের আত্মত্যাগ’। সুব্রত আদিত্য সহ-সম্পাদক (সৎসঙ্গ বাংলাদেশ) লিখেছেন, ‘অকুতোভয় সৈনিক প্যারী মোহন আদিত্যের ঐতিহাসিক ভূমিকা’। বীর মুক্তিযোদ্ধা মো. হযরত আলী লিখেছেন, ‘শহীদ বুদ্ধিজীবী প্যারী মোহন আদিত্য একটি প্রদীপ্ত সংগ্রামী নাম’।


মহান এই শহিদ বুদ্ধিজীবীর মৃত্যুদিবসে তাঁর পুণ্য স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।


আরএক্স/


ডেঙ্গুতে আরও ১৫ জনের প্রাণহানি


নিজস্ব প্রতিবেদক
🕐 প্রকাশ: ০৮:২২ পিএম,২৭শে সেপ্টেম্বর ২০২৩

ফাইল ছবি

ডেঙ্গুতে একদিনে দেশে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৯৫৮ জনে।  একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৫০জন।


বুধবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩১২৩


এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৯৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৫৩৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৪২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।


আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুর সদর মডেল থানায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান


এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৯৬ হাজার ৮৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮১ হাজার ২১৬ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬১৫ জন।


জেবি/এসবি


পবিত্র কোরআন ও হাদীসের আলোকে ইদে মিলাদুন্নবীর (সা.)পালনের অকাট্য প্রমাণ


জনবাণী ডেস্ক
🕐 প্রকাশ: ০৬:০৩ পিএম,২৭শে সেপ্টেম্বর ২০২৩

মাওলানা শামীম আহমেদ

সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোমিনেরই ঈদ’।


মহান আল্লাহর অপার রহমত ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় মানবতার মুক্তির দূত রহমাতুল্লিল আলামিন প্রিয়নবী (সা.)-এর পৃথিবীতে শুভাগমনের আনন্দকেই ‘ঈদে মিলাদুন্নবী (সা.)’ বলা হয়। যার নূরের আলোয় সারা পৃথিবী আলোকিত হয়েছিল। তার ওপরই নাজিল হয়েছে আসমানি গ্রন্থ আল-কোরআন।


তিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের আলো হয়ে। হযরত  ইরবাদ ইবনে সারিয়াহ (রা.) থেকে বর্ণিত। রাসুল (সা.) বলেছেন, তখন থেকে আমি আল্লাহর প্রিয় বান্দা ও নবীকুলের সর্বশেষ নবী, যখন আদম (আ.) মাটির সঙ্গে মিশ্রিত ছিলেন। আমি তোমাদের আরো জানাচ্ছি, আমি হাবিব আমার পিতা নবী হযরত ইবরাহিম (আ.)-এর দোয়ার ফসল এবং নবী হযরত ইসা (আ.)-এর সুসংবাদ, আর আমার মাতা (আমিনার) স্বপ্ন।


নবীদের মাতারা এভাবেই স্বপ্ন দেখতেন। রাসুল (সা.)-এর মা তাকে প্রসবের সময় এমন এক নূর প্রকাশ পেতে দেখলেন যার আলোয় সিরিয়ার প্রাসাদগুলো দেখা যাচ্ছিল (তাবারানি, হাদিস নম্বর : ১৫০৩৩)।


রাসুল (সা.)-এর আগমনের উৎসব আল-কোরআন দ্বারা স্বীকৃত। আল্লাহ বলেন, ‘হে রাসুল! আপনি বলুন তোমরা আল্লাহর অনুগ্রহ ও তার দয়াপ্রাপ্ত হয়ে আনন্দ প্রকাশ কর। এটি উত্তম সেই সমুদয় থেকে, যা তারা সঞ্চয় করেছে।’ (সুরা ইউনুস, আয়াত ৫৮)


রাসুল (সা.) প্রতি সোমবার রোজা পালনের মাধ্যমে মিলাদুন্নবী (সা.) পালন করতেন। হজরত কাতাদা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুল (সা.)-এর কাছে সোমবার দিন রোজা পালন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বললেন, ‘এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে।’ (মুসলিম : ১১৬০)।


আমাদের মনে প্রশ্ন জাগতে পারে এ ঈদ কীসের ঈদ? উত্তর এ ঈদ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন তথা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ। প্রশ্ন হতে পারে, হাদিসে কি মিলাদুন্নবীর কথা আছে? জি, আমরা দেখতে পাই জামে তিরমিজি দ্বিতীয় খণ্ডে ২০৩ পৃষ্ঠায় মিলাদুন্নবী (সা.) নামে একটি অধ্যায়ই রয়েছে। অনুরূপভাবে ইমাম বায়হাকি (রহ.)-এর দালায়েলুন নবুয়ত প্রথম খণ্ডের ৪৯ পৃষ্ঠায় ফি মিলাদে রসুলুল্লাহ (সা.) শীর্ষক একটি অধ্যায়ও রয়েছে।


নবীজি (সা.)-এর সাহাবিরাও মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছেন।  হযরত আবু দারদা (রা.) থেকে বর্ণিত। একদা তিনি রাসুল (সা.)-এর সঙ্গে হজরত আমির আনসারি (রা.)-এর ঘরে উপস্থিত হয়ে দেখতে পেলেন তিনি রাসুল (সা.) বিলাদাত উপলক্ষে খুশি প্রকাশ করে সন্তানাদি এবং আত্মীয়স্বজন, জ্ঞাতি- গোষ্ঠী, পাড়া-প্রতিবেশীদের নিয়ে রাসুল (সা.)-এর আগমনের ঘটনাগুলো শোনাচ্ছেন এবং বলছেন, এই দিবস, এই দিবস অর্থাৎ এই দিবসে রাসুল (সা.) জমিনে তাশরিফ এনেছেন এবং ইত্যাদি ইত্যাদি ঘটেছে। তখন রাসুল (সা.) শুনে খুশি হয়ে বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন। (দুররুল মুনাজ্জাম)।


তাই আসুন, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা গুরুত্ব অনুধাবন করে আমরা নফল রোজা রাখি। দান-সদাকা করি। জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা নবীজির শুভাগমনের আনন্দ শোভাযাত্রা, নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদ মাহফিল উদযাপন করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছড়িয়ে দিই আমাদের কাজে-কর্মে-আচরণে। পরিবার সমাজ সর্বক্ষেত্রে। আল্লাহতায়ালা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসিলায় সারা বিশ্বের মুমিন মুসলিম নর-নারীরদের প্রিয় নবীজি সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে চলার তাওফিক দান করুন। আমিন।


লেখক- মাওলানা শামীম আহমেদ,

আলোচক,বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা। 


জেবি/এসবি

‘সমাজবিজ্ঞান অনুষদে সীমাবদ্ধতা না থেকে বিশ্ববিদ্যালয়কে বুকে ধারণ করতে হবে,


ক্যাম্পাস প্রতিনিধি
🕐 প্রকাশ: ০৩:৩৬ পিএম,২৭শে সেপ্টেম্বর ২০২৩

শিক্ষার্থীদের নবীনবরণ। ছবি: জনবাণী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। এসময় নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।


অধ্যাপক ড.কাজী মোস্তফা আরীফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভুঁইয়া এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এছাড়াও সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকবৃন্দ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।


এসময় সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের সভাপতিরা নবীন শিক্ষার্থীদের নানা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

 

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা সকলেই আসছো এখানে জ্ঞান অর্জন করতে। তোমরা যতদিন অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে না পারবে ততদিন সফলতা অর্জন করতে পারবে না। জ্ঞান শুধু আহরণ করা নয় এই জ্ঞানকে প্রশিক্ষণ করাতে হয়। প্রশিক্ষণ করলে দক্ষতা বৃদ্ধি পায় আর অর্জিত দক্ষতা যখন কোথাও প্রয়োগ করবে তখন একধরনের ইনোভেটিভ বা ক্রিয়েটিভ আইডিয়া তৈরি হবে। আর তা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলেই দক্ষ ও পরিপূর্ণ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। 


কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া বলেন, একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুধু মাত্র ছাত্রদের ফুল দিয়ে বরণ করা নয় বা শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান নয় বা বিনোদনের মধ্যে এর শেষ নয়। বেসিকলি ওরিয়েন্টেশন প্রোগ্রাম হচ্ছে একটি সুষ্পষ্ট ম্যাসেজ বা কন্সটিটিউশন যেগুলো আমাদের প্রদান করতে হয় এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আচরণ, চলার পথ, ডিসিপ্লিন মানা এক কথায় স্টুডেন্টদের চলা নির্দেশনা হিসেবে। 


তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের এ যাত্রায় তোমাদের জন্য সময় বরাদ্দ মাত্র পাঁচ বছর। এই পাঁচ বছরে সর্বোচ্চ সময় ব্যবহারের মাধ্যমে যে যত বেশি জ্ঞান অর্জন করতে পারবে তার বাস্তব জীবনে সফলতা ঠিক সেই হারেই আসবে।


প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ডেফিনিশন হচ্ছে অন্যধরনের। বিশ্ববিদ্যালয়ে আসার মানে হচ্ছে আমি একটি সুপ্রতিষ্ঠিত নাগরিক হব। তাই আমি শুধু একটি বিষয়ে পড়ি বলে ঐ বিষয়ের জ্ঞান রাখলাম অন্যান্য বিষয়গুলো জানলাম না তাহলে কিন্তু আমরা সামজিক ভাবে বিকশিত হতে পারবো না। নলেজ আমরা যেভাবেই অর্জন করি না কেনো বিতরণও করতে হবে সেভাবে। বিতরণ যদি প্রাসঙ্গিক ভাবে করতে না পারি তখন কিন্তু আমরা ইনভ্যালিড হয়ে যাবো। বিশ্ববিদ্যালয়ের ৫ বছর শেষে শুধুমাত্র সার্টিফিকেট ছাড়া যদি আমাদের মধ্যে কোনো কিছু তৈরি না হয় তখন সিজিপিএ চারে চার পেলেও কিন্তু আমরা ইনভ্যালিড থাকবো। কিন্তু সিজিপিএ চারের জায়গায় যদি অল্প কিছুও পেয়েও যদি আমরা প্রকৃত মানুষ হতে পারি তাহলে আমাদের জন্য সবকিছুই খোলা থাকবে। যেখানেই যাবো সেখানেই চান্স পাবো। 


এছাড়াও তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একটা বিষয় মনে রাখতে হবে তোমাদের আচার-আচরণে যেনো একটু হলেও রিফ্লেক্সন থাকে যে তুমি প্রকৃত মানুষ। তাই সিজিপিএ এর উপর নির্ভরশীল না হয়ে নৈতিকতা ও একাডেমিক দায়িত্বের ভারসাম্য রাখতে হবে। শুধু সমাজবিজ্ঞান অনুষদে সীমাবদ্ধতা না রেখে বিশ্ববিদ্যালয়কে বুকে ধারণ করে আমরা প্রকৃত মানুষ হবার প্রতিজ্ঞা করি।


অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্বনামধন্য ব্যান্ড দ্য ভাইপারসের গান পরিবেশনা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


এসময় সঞ্চালনা করে উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লামিয়া ইসলাম এবং অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক।


আরএক্স/


হাথুরুসিংহেকে অব্যাহতি ও তামিমকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করতে লিগ্যাল নোটিশ


নিজস্ব প্রতিবেদক
🕐 প্রকাশ: ০১:২৩ পিএম,২৭শে সেপ্টেম্বর ২০২৩

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেটের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে অব্যাহতি ও দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আসন্ন বিশ্বকাপে দেশের ভাবমূর্তি রক্ষায় লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।