রাঙামাটিতে বঙ্গমাতার ৯৩তম জন্মদিন উদযাপন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩
রাঙামাটিতে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগষ্ট) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সাইফুল ইসলাম, রাঙামাটি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনুকা খীসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, জাতির পিতার বাংলাদেশ বিনির্মাণে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের প্রত্যক্ষ ভুমিকা রয়েছে। পাকিস্থানিদের নির্যাতন নিপিড়নের বিরুদ্ধে আন্দোলনে বঙ্গবন্ধুকে তিনি সাহস যুগিয়েছেন। বঙ্গমাতার আদর্শ বুকে ধারণ করে আমাদের নারীরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারেন।
এসময় বঙ্গমাতার জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন অতিথিরা।
আরএক্স/