শ্রীনগরে টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতায় ভোগান্তি


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩


শ্রীনগরে টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতায় ভোগান্তি
বৃষ্টির ঢলের পানি

শ্রীনগরে টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির ঢলের পানিতে গুরুত্বপূর্ণ কাঁচা-পাকা সড়কের বিভিন্ন স্থান ভেঙ্গে যাচ্ছে। এতে এসব সড়কে মানুষের যাতায়াতে দুর্ভোগ হচ্ছে। 


সরেজমিন ঘুরে দেখা যায়, শ্রীনগর সদর এলাকার উপজেলা পরিষদ সড়কের বেশ কয়েক স্থানে বৃষ্টির পানিতে জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। 


এছাড়া সদর ইউনিয়নের দেউলভোগ-ধাইসার সড়কের ধাইসার মোড় প্রায় ৩শ’ ফুট খানাখন্দে ভরা সড়কে পানি জমে নাজুক হয়ে পড়েছে। এছাড়া শ্রীনগর কলেজ গেইট সড়কসহ শ্রীনগর ১নং প্রাইমারি স্কুল রোড, উপজেলার বাড়ৈগাঁও বাজার-বিবন্দী নামক এলজিইডি সড়কের টুনিয়ামান্দ্রা, পশ্চিম নওপাড়া সাবেক পুলিশ কর্মকর্তার বাড়ি সংলগ্ন, একই গ্রামের আবুল হোসেন মৌলভীর বাড়ির পাশে জলাবদ্ধতার পাশাপাশি সড়কে ভাঙ্গণের সৃষ্টি হয়েছে। 


রাঢ়িখাল এলাকার নতুনবাজার সড়কের বালাশুর চৌরাস্তার পর্যন্ত প্রায় ৬শ’ ফুট রাস্তায় কাঁদামাটি ও পানি জমেছে, ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজ-ভাগ্যকুল বাজার সড়ক, ভাগ্যকুল ভূমি অফিস সংলগ্ন মাঠপাড়া-কামারগাঁও সড়ক, বাঘড়া বাজার রোডসহ গ্রামীন রাস্তাঘাটের বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে থাকতে দেখা গেছে। 


গত ৩দিনের টানা বৃষ্টিতে এই অঞ্চলের খালে-বিলে পানি বৃদ্ধি হচ্ছে। স্থানীয়রা জানায়, র‌্যাব-১১, ভাগ্যকুল ক্যাম্প সংলগ্ন এলাকায় শাখা রাস্তাসহ বেশকিছু বসত বাড়িতে বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে গত রবিবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত ভাড়ি বর্ষণের ফলে মানুষের ভোগান্তি আরো বাড়ে। সোমবার রাত পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়। 


সড়কের পাশে অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণের ফলে পানি নিস্কাশন হতে পারছে না। জলাবদ্ধতা নিরসণে সড়কের নিদিষ্ট স্থানে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা জরুরী হয়ে পড়েছে। 


শ্রীনগর থানা সংলগ্ন এক দোকানী বলেন, সামান্য বৃষ্টি হলেই এখানে সড়ক জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় জনসাধারণের হাঁটা চলাফেরায় সমস্যা হচ্ছে। মো. হামিদ জানান, বাঘড়া বাজার সড়কে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে সড়কে হাঁটু পানি জমছে। 


সড়কের পানি কোনদিকে সরতে পারছে না। বাঘড়াবাসীর এই সমস্যা দীর্ঘ দিনের। ষোলঘর গোল্ডেন সিটির বাসিন্দা মো. ফারুক বলেন, উপজেলা পরিষদের মত গুরুত্বপূর্ণ সড়কের কয়েক স্থানে পানি জমছে। 


রোজভ্যালি প্রিক্যাডেট এন্ড ইসলামিক স্কুলের সামনে সড়কে প্রায় হাঁটু পানি গতকালের ভাড়ি বৃষ্টিতে এখানে প্রায় হাঁটু পানি জমে যায়। এতে ব্যস্ততম সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। 


অপরদিকে জলাবদ্ধ সড়কের ক্ষতিসাধন হচ্ছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, সড়কের গুরুত্বপূর্ণ এসব স্থানে পানি নিস্কাশন ব্যবস্থা করা জরুরী। মানুষের দুর্ভোগ লাঘবে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন তারা।


আরএক্স/