ডেঙ্গু কেড়ে নিল ডা. আলমিনা দেওয়ানের প্রাণ


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:৪৯ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩


ডেঙ্গু কেড়ে নিল ডা. আলমিনা দেওয়ানের প্রাণ
ছবি: সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  ৩৯তম বিসিএস কর্মকর্তা ডা. দেওয়ান আলমিনা মিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। 


সোমবার (8 আগস্ট) রাত ১টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।


এর আগে ২৬ জুলাই তাঁর জ্বর হলে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। শুরুতে বাসায় চিকিৎসা নেন। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। 


তিন-চারদিন আগে এভারকেয়ার হাসপাতাল থেকে জানানো হয় তাঁর ব্রেন ডেড।


আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১৩ জনের প্রাণহানি, হাসপাতালে ২৭৪২


বাংলাদেশ শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. এম এ মান্নান বলেন , ডা. দেওয়ান আলমিনা মিশু ইনস্টিটিউটের এমএস কোর্সের শিক্ষার্থী ছিলেন। আগামী জানুয়ারিতে তাঁর চূড়ান্ত পরীক্ষা দেওয়ার কথা ছিল।


তার মৃত্যুতে শোক জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


জেবি/এসবি