ডেঙ্গুতে আরও ১৩ জনের প্রাণহানি, হাসপাতালে ২৭৪২


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩


ডেঙ্গুতে আরও ১৩ জনের প্রাণহানি, হাসপাতালে ২৭৪২
ফাইল ছবি

একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৪২ জন।


মঙ্গলবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ১ হাজার দুইজন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ৭৪০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৪৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।


আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে ১৪ জনের মৃত্যু


এতে আরও বলা হয়, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ হাজার ২২৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬২ হাজার ৪২২ জন। মারা গেছেন ৩৪০ জন। এর মধ্যে ঢাকা সিটির ২৬৯ জন এবং ঢাকা সিটির বাইরের ৭১ জন।


আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপি’র জনসচেতনতা র‍্যালি


গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মৃত্যু বরণ করেছেন ২৮১ জন।


জেবি/এসবি