ডেঙ্গুতে একদিনে ১৪ জনের মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৩


ডেঙ্গুতে একদিনে ১৪ জনের মৃত্যু
ফাইল ছবি

একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন।  এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৭ জনে। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৫১ জন। 


সোমবার (৭ আগস্ট)  স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৫১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ১১৯ জন ও ঢাকার বাইরের এক হাজার ৬৩২ জন।  এছাড়া ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের ১০ জন রাজধানী ঢাকার বাসিন্দা, বাকি ৪ জন ঢাকার বাহিরের।


আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপি’র জনসচেতনতা র‍্যালি


এতে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৪৮৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৬ হাজার ৭২০ জন। পাশাপাশি ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৭৬৩জন। 


আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে মৃত্যু ১০, হাসপাতালে ২৭৬৪


একই সময়ে হাসপাতাল ছেড়েছেন ৫৯ হাজার ৫৮৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩১ হাজার ৮১০ জন এবং ঢাকার বাইরের ২৭ হাজার ৭৭৪ জন।


জেবি/এসবি