মাগুরা মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:২৭ পিএম, ১১ই আগস্ট ২০২৩

মাগুরার মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় আরাফাত হোসেন (১১) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে এই দূর্ঘটনা ঘটে।
আরাফাত উপজেলার উত্তর আড়মাঝি গ্রামের মোশাররফ হোসেনের ছেলে এবং উপজেলার ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
আরাফাত স্কুল ছুটির পর নিজ বাইসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে হরেকৃষ্ণপুর এলাকায় পৌছালে ট্রাকের সাথে দুর্ঘটনার শিকার হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত আরাফাতের আত্মীয় স্বজনের আহাজারি।
তবে ঘটনাস্থলেই আরাফাতের মৃত্যু হয়েছে বলে পলাশবাড়ীয়া ইউপি'র সাবেক চেয়ারম্যান এম রেজাউল করিম চুন্নু জানান।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শরণখোলায় বস্তায় আদা চাষে কৃষকের মুখে হাসি

যারা নির্বাচনে ভয় পায়, তারাই পিআর পদ্ধতি চায়: শামসুজ্জামান দুদু

মাগুরায় WeCARE প্রকল্পে বদলে যাচ্ছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা

শহীদ রাব্বির কবরস্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পুলিশ সুপারের দুঃখ প্রকাশ
