Logo

অনেক বছর পরও জানা যাবে কবরের তথ্য: মেয়র আতিকুল

profile picture
জনবাণী ডেস্ক
১২ আগস্ট, ২০২৩, ০২:৩৪
70Shares
অনেক বছর পরও জানা যাবে কবরের তথ্য: মেয়র আতিকুল
ছবি: সংগৃহীত

নগরভবনে অ্যাপটির উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

রাজধানী ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের কোন কবরস্থানে জায়গা ফাঁকা আছে, তা এখন ঘরে বসেই অ্যাপের মাধ্যমে জানা যাবে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) গুলশানে ঢাকা উত্তর সিটির নগরভবনে অ্যাপটির উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘কবরস্থানে কত কবর আছে, কোথায় কবরের অবস্থান ছিল এসব তথ্য হয়তো কয়েক প্রজন্মের পরে জানা থাকে না। তবে সিটি কর্পোরেশন যে উদ্যোগ নিয়েছে, তাতে আত্মীয়স্বজন বছরের পর বছর এসব তথ্য জানতে পারবেন। কবর কোথায় ছিল, এ নিয়ে আর কাউকে দিশাহারা হতে হবে না।,

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘আমরা এখন স্মার্ট বাংলাদেশ গড়ার পথে। স্মার্ট বাংলাদেশে কবরস্থানের ব্যবস্থাপনাও স্মার্ট হতে হবে। কবরস্থানের তথ্য সুরক্ষিত থাকলে অনেক বছর পরও তথ্য জানা যাবে। এর মাধ্যমে ঢাকা উত্তর সিটির কবরস্থান–সেবাও অনলাইনে যুক্ত হলো।,

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, কবরস্থানে না গিয়েও একজন সেবাগ্রহীতা প্রয়োজনীয় নথিপত্র অ্যাপের মাধ্যমে জমা দিয়ে স্বজনদের লাশ দাফনের যাবতীয় প্রক্রিয়া সারতে পারবেন। এরপর লাশ নির্দিষ্ট কবরে দাফন করতে পারবেন। অ্যাপের ফেস টু (২)–তে কবরস্থানে দাফনের তথ্যভান্ডার থাকবে। দাফনের সনদও অ্যাপের মাধ্যমে সংগ্রহ করা যাবে।

বিজ্ঞাপন

এছাড়া অনেক পুরোনো কবরের অবস্থান কোথায় ছিল, কী নামে কোন জায়গায় কবর দেওয়া হয়েছিল, বর্তমানে কবর দিতে চাইলে কোথায় জায়গা ফাঁকা রয়েছে, পুরোনো কোন কবরে নতুন কবর দেওয়া যাবে এমন যাবতীয় তথ্য পাওয়া যাবে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD