হাওরে নিখোঁজ যুব ইউনিয়ন নেতার মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:২৪ পিএম, ১৩ই আগস্ট ২০২৩

কিশোরগঞ্জের মিঠামইনে পানিতে পড়ে নিখোঁজ যুব ইউনিয়ন নেতার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মিঠামইনে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের পশ্চিম দিক থেকে রবিবার (১৩ আগস্ট) সকাল ৯ টার দিকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী এসব তথ্য নিশ্চিত করেন।
প্রাণ হারানো ৩২ বছর বয়সী অন্তর চক্রবর্তী ঝালকাঠি জেলার কাটপট্টি এলাকার বাসিন্দা। তিনি যুব ইউনিয়নের জাতীয় পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।
রাজধানীর মহাখালীতে একটি বেসরকারি কোম্পানিতে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন অন্তর।
এর আগে শুক্রবার বেলা আড়াইটার দিকে মিঠামইনে সেনানিবাসের পশ্চিম দিকে ঘোড়াউত্রা নদীতে ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। নৌকার গলুইয়ে বসে গোসল করার সময় তিনি পড়ে যান বলে জানায় তার সঙ্গে থাকা বন্ধুরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে দুই দিন চেষ্টা চালিয়েও সন্ধান পায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার ছুটির দিনে বন্ধুদের সঙ্গে কিশোরগঞ্জের হাওর এলাকায় ঘুরতে যান অন্তর চক্রবর্তী। নিকলী ঘুরে একটি ইঞ্জিনচালিত নৌকায় মিঠামইন যাওয়ার পথে ওই দিন দুপুর আড়াইটার দিকে নবনির্মিত সেনানিবাসের পশ্চিম দিকে ঘোড়াউত্রা নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
