পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ২ মার্কিন কংগ্রেসম্যান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩
বাংলাদেশ সফরে আসা দুই কংগ্রেসম্যান এড কেইস এবং রিচার্ড ম্যাকরমিকের সঙ্গে বৈঠকে বসেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
রবিবার (১৩ আগস্ট) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয়েছে।
এর আগে, এদিন সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দুই মার্কিন কংগ্রেসম্যান। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এরপর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যান তারা।
আরও পড়ুন: প্রাণিসম্পদ মন্ত্রণালয় চাইলে ডিম আমদানির অনুমতি: বাণিজ্যমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিকেলে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে রাজনৈতিক নেতদের সঙ্গে চা-চক্রে মিলিত হবেন দুই মার্কিন কংগ্রেসম্যান। এ সময় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামের নেতারা উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছ।
আরও পড়ুন: আ.লীগ সবসময় ইসলামের খেদমত ও উন্নয়নে কাজ করে: প্রধানমন্ত্রী
এ ছাড়া সোমবার (১৪ আগস্ট) দুই কংগ্রেসম্যান যাবেন কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে। সেখানে তারা শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন এবং জাতিসংঘের সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
উল্লেখ্য, চারদিনের সফরে শনিবার (১২ আগস্ট) ঢাকায় আসেন তারা। সফর শেষে প্রতিনিধিদলটির আগামী ১৫ আগস্ট সকালে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
জেবি/এসবি