ঝালকাঠিতে স্কুল ছাত্রীকে রাতভর ধর্ষণ, গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ঝালকাঠিতে পূর্ব পরিচয়ের জের ধরে শহরের এক স্কুলছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে রাতভর দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হওয়ার পরপরই অভিযুক্ত তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তাররকৃতরা হলো, এসএস পরিবহনের চালকের সহকারী বাখেরগঞ্জের বড়রঘুনাথপুর গ্রামের জসিম উদ্দিন সরদারের ছেলে রাব্বি সরদার (১৯), কাউখালির আমরাজুরি গ্রামের সাহাজ উদ্দিন হাওলাদারের ছেলে নাছির উদ্দিন (৩০), বোডিংয়ের ম্যানেজার শহরের কৃষ্ণকাঠি এলাকার মোফাজ্জেল হাওলাদারের ছেলে চাঁন মিয়া (৩০) এবং নলছিটির মগর এলাকার আনিস মল্লিকের ছেলে মোস্তাকিন রনি (২২)।
পুলিশ জানিয়েছে, শহরের একটি মাধ্যমিক স্কুলে ৮ম শেণির ওই স্কুলছাত্রীর সাথে রনি নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিলো। সেই সূত্র ধরেই তাদের পূর্ব পরিচিত রাব্বি নামের এক যুবক ওই ছাত্রীর মোবাইল ফোনে কল দিয়ে তাকে ডেকে নিয়ে যায়।
এরপর শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে নিয়ে ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ চালায় রাব্বি, রনি, নাছির ও খান বোডিংয়ের ম্যানেজার চাঁনমিয়া। পরেরদিন সোমবার সকাল ১০টায় মেয়েটি বাসায় এসে তার মায়ের কাছে ঘটনা জানায়। পরে এ ঘটনায় ওই ছাত্রীর মা ঝালকাঠি সদর থানায় মামলা করেন। এর পরপরই অভিযান চালিয়ে আসামি রাব্বি, নাছির ও খান বোডিংয়ের ম্যানেজার চাঁনমিয়া এবং রনিকে গ্রেপ্তার করে পুলিশ।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসমিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এসএ/