ট্রলার ডুবি নিখোঁজের ঘটনার বিচারের দাবীতে মানববন্ধন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৫২ পিএম, ১৪ই আগস্ট ২০২৩

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ট্রলার ডুরে নারী-শিশু ৯জন নিহত ১ শিশু নিখোঁজের ঘটনায় জরিতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ আগষ্ট) সকাল ১০টার দিকে এলাকাবাসীর আয়োজনে উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামে পরিষদ সংলগ্ন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ বিক্ষোভ ও মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার হাজারো নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত স্বজনহারা ভুক্তভোগীরা বলেন, মামলাটি সঠিক তদন্ত করে দোষীদের আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসী দাবী করেন।পাশাপাশি বালুবাহী বাল্কহেড বন্ধের জোর দাবী তুলেন।
উল্লেখ্য গত ৫ আগষ্ট রাত ৮টার দিকে লৌহজং থানাধীন খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি গুদারাঘাট এলাকায় বালু বাহী বাল্কহেড ইঞ্জিন চালিত ট্রলারে ধাক্কা দেয়। এতে ট্রলার ডুরে সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামের নারী-শিশু সহ ৯জন প্রাণ হারায় ও এক শিশু নিখোঁজের ঘটনা ঘটে। এবিষয়ে লৌহজং থানায় একটি মামলা হয়।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
