বঙ্গবন্ধুর পলাতক খুনিদের তথ্য দিলে পুরস্কার দেবে সরকার: মোমেন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত পলাতক ৫ আসামির তথ্য দিতে পারলে পুরস্কার দেবে সরকার। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন।
সোমবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।
আরও পড়ুন: পাকা রসিদ ছাড়া ডিম বিক্রি করলেই ব্যবস্থা: ভোক্তা অধিদফতর
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুর হত্যাকারী ৭ জনের মধ্যে সরকার দুইজনের তথ্য পেয়েছে। বাকি ৫ জন এখনো ধরা-ছোঁয়ার বাইরে। যদি কোনো নাগরিক ওই পাঁচজনের তথ্য দিতে পারেন তবে তাকে পুরস্কৃত করবে সরকার।”
আরও পড়ুন: যেকোনো সময় নাশকতা করতে পারে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী
বঙ্গবন্ধুর হত্যা মামলার রায়ে সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে এ আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম।
জেবি/এসবি