সাঈদীর মৃত্যুতে মিজানুর রহমান আজহারির আবেগঘন পোস্ট
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৩
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর ফেসবুকে পোস্ট দিয়েছেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি।
আরও পড়ুন: দেলাওয়ার হোসাইন সাঈদী আর নেই
সোমবার (১৪ আগস্ট) মিজানুর রহমান আজহারি তার ফেসবুক পোস্টে লিখেছেন,একজন কিংবদন্তির বিদায়!; একজন আল্লামার বিদায়!।
আজহারি বলেন, “কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী আল্লাহর জিম্মায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ্ তাআলা তার দ্বীনের একনিষ্ঠ এ খাদেমকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করুন।”
আরও পড়ুন: সাঈদীর জানাজা কখন, কোথায় দাফন ?
এতে তিনি কোরআনের সূরা ফজরের একটি আয়াত উদ্ধৃত করেন-
‘হে প্রশান্ত আত্মা! তুমি তোমার রবের কাছে ফিরে এসো সন্তুষ্ট চিত্তে ও সন্তোষভাজন হয়ে, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো।’ [সূরা আল-ফজর, আয়াত: ২৭-৩০]
জেবি/এসবি