নির্বাচন ইস্যুতে কোনো হস্তক্ষেপ করবে না চীন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩


নির্বাচন ইস্যুতে কোনো হস্তক্ষেপ করবে না চীন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে চীন কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন,  এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। 


বুধবার (১৬ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে দফতরে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে সাক্ষাতে চীনা রাষ্ট্রদূত এসব কথা বলেন। 


মিটিং শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন পরিকল্পনামন্ত্রী ও ইয়াও ওয়েন।


আরও পড়ুন: সাইবার হামলার আতঙ্কে এনআইডি সার্ভার বন্ধ


এসময় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “বাংলাদেশের দীর্ঘ সময়ের পরীক্ষিত বন্ধু হিসেবে দ্বি-পাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে সব রকম সহযোগিতা করবে চীন।”


আরও পড়ুন: সাঈদীর চিকিৎসা বিষয়ে বিএসএমএমইউ’র সংবাদ সম্মেলন স্থগিত


তিনি আরও বলেন, “স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে গেলে ২০২৬ সাল পরবর্তী বিশ্ব বাণিজ্যে যেসব প্রতিবন্ধকতায় পড়তে পারে বাংলাদেশ- সেখানেও শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা দিয়ে পাশে থাকবে চীন। এসময় বিদেশি ঋণ পরিশোধে বাংলাদেশকে নিয়ে চিন্তিত নয় বলেও জানান চীনের এই রাষ্ট্রদূত।”


জেবি/এসবি