৩ দফা দাবিতে মাগুরা জেলা কংগ্রেসের মানববন্ধন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৩


৩ দফা দাবিতে মাগুরা জেলা কংগ্রেসের মানববন্ধন
জেলা কংগ্রেসের মানববন্ধন

জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকদের পরিবর্তে জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার নিয়োগ এবং ভোট কেন্দ্র গুলোতে সিসি ক্যামেরা স্থাপনসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন করেছে মাগুরা জেলা কংগ্রেস।


রবিবার (২০ আগস্ট) সকাল ১০ টায় জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠানে পৌর শাখার আহ্বায়ক মোঃ তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেস এর চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন।


এ সময় বিশেষ অতিথি হিসেবে শ্রীপুর উপজেলা শাখার আহবায়ক, মোঃ আসাদুজ্জামান আসাদ, ছাত্র কংগ্রেস মাগুরা জেলা শাখার আহ্বায়ক মোঃ কাজল ইসলাম সহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ মানববন্ধনে বক্তব্য রাখেন।


এ্যাডভোকেট রেজাউল হোসেন বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধগতিতে সাধারণ মানুষ কষ্টে আছে। বাংলাদেশ কংগ্রেস এবারের জাতীয় নির্বাচনে ক্ষমতায় এসে সাধারণ মানুষের পাশে দাড়াতে চায়। এসময় তিনি নির্বাচনী ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের নিষেধাজ্ঞাকে অযৌক্তিক বলে অবিলম্বে সকল ভোট কেন্দ্র সিসি ক্যামেরায় আওতায় আনার দাবি জানান।


আরএক্স/