Logo

মেট্রোরেল চলাচল এক লাইনে বন্ধ

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৩, ২২:২৮
31Shares
মেট্রোরেল চলাচল এক লাইনে বন্ধ
ছবি: সংগৃহীত

সকাল সাড়ে ৯টা থেকে উত্তরা-আগারগাঁও লাইনে প্রায় ১ ঘণ্টা পর আসছে একটি ট্রেন।

বিজ্ঞাপন

আবারও কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। ফলে একটি লাইনে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে উত্তরা-আগারগাঁও লাইনে প্রায় ১ ঘণ্টা পর আসছে একটি ট্রেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, সোমবার সকাল ৯টায় কাজীপাড়া স্টেশনে একটি কোচে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। পরে কোচটি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এ সময় একটি লাইনে চলে ট্রেন। ফলে স্বাভাবিক চলাচল বন্ধ থাকে। এক লাইনেই আসা যাওয়া করে মেট্রোরেল।

বিজ্ঞাপন

এর আগে, চলতি মাসেরর ৯ তারিখ সকাল সাড়ে ৯টার পর থেকে কারিগরি সমস্যার কারণে মেট্রোর চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। প্রায় সোয়া দুই ঘণ্টা পর আবারও স্বাভাবিক হয় মেট্রোরেল চলাচল।

বিজ্ঞাপন

তার আগে, ৭ আগস্ট যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪৫ মিনিট বন্ধ থাকে মেট্রোরেল। বৈদ্যুতিক তারের কারণে এই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD