৩ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও চালু মেট্রোরেল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৩
কারিগরি ত্রুটির কারণে বুধবার (৯ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। ত্রুটি সারানোর পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। এতে বিভিন্ন স্টেশনে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এদিন রাজধানীর উত্তরা উত্তর (দিয়াবাড়ী) স্টেশনে কারিগরি ত্রুটি দেখা দেয় বলে জানান, ঢাকা ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট-৬ (এমআরটি) প্রকল্প ব্যবস্থাপক এবিএম আরিফুর রহমান।
আরও পড়ুন: কারিগরি ত্রুটি, মেট্রোরেল চলাচল বন্ধ
তিনি বলেন, “লাইনে সমস্যা হওয়ায় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ ছিল। এ কারণে মেট্রোরেল বন্ধ ছিল। সমস্যা সমাধানের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।”
জেবি/এসবি