Logo

নির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে ইসিকে পূর্ণ সহায়তার নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ২০:১৬
6Shares
নির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে ইসিকে পূর্ণ সহায়তার নির্দেশ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দিতে সব সরকারি ও বেসরকারি দপ্তর-প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছে সরকার।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় সংসদের ভোটগ্রহণ ও গণভোট একযোগে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে এবং কমিশনের অনুরোধে সরকারের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।

বিজ্ঞাপন

পরিপত্রে বলা হয়, নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সরকারি-আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বেসরকারি অফিস বা প্রতিষ্ঠান থেকেও প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের একটি বড় অংশকে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ভোটকেন্দ্র হিসেবে এবং সেসব প্রতিষ্ঠানের আসবাবপত্র নির্বাচন কার্যক্রমে ব্যবহারের প্রয়োজন হবে বলেও উল্লেখ করা হয়।

পরিপত্রে আরও বলা হয়েছে, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা অপরিহার্য। নির্বাচনী কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ অনুযায়ী, নির্বাচন সংক্রান্ত কাজে নিয়োজিত কর্মকর্তারা দায়িত্ব গ্রহণের দিন থেকে নির্বাচন কমিশনের অধীনে প্রেষণে কর্মরত বলে গণ্য হবেন এবং কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের আইনানুগ নির্দেশ পালনে বাধ্য থাকবেন। এ সময় নির্বাচনী দায়িত্ব অন্যান্য সব কাজের ওপর প্রাধান্য পাবে।

বিজ্ঞাপন

এতে স্মরণ করিয়ে দেওয়া হয়, সংবিধানের ১২৬ অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান করা সবার জন্য বাধ্যতামূলক। পাশাপাশি নির্বাচনী সময়সূচি ঘোষণার পর থেকে ফলাফল প্রকাশের পরবর্তী ১৫ দিন পর্যন্ত কমিশনের অনুমতি ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বদলি করা যাবে না।

পরিপত্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—সব মন্ত্রণালয় ও দপ্তরের অধীন কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান, শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষকদের নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনে সহযোগিতার নির্দেশ জারি এবং নির্বাচন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বা বদলি না করা।

বিজ্ঞাপন

সবশেষে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং গণভোট আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে সরকার।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD