Logo

পিছিয়ে গেল ‘এনইআইআর’ চালুর তারিখ, নতুন ডেডলাইন ১ জানুয়ারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১৯:৪৫
6Shares
পিছিয়ে গেল ‘এনইআইআর’ চালুর তারিখ, নতুন ডেডলাইন ১ জানুয়ারি
ছবি: সংগৃহীত

মোবাইল ফোন চুরি ও অবৈধভাবে আমদানি করা হ্যান্ডসেটের ব্যবহার রোধে প্রণীত ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) সিস্টেম চালুর সময়সূচি আবারও পরিবর্তন করা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, নির্ধারিত ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১ জানুয়ারি থেকে এ সিস্টেম কার্যকর হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিটিআরসির জনসংযোগ বিভাগ এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করে।

বিজ্ঞাপন

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, মোবাইল ফোন ব্যবসায়ীদের কাছে থাকা অবিক্রিত ও মজুদকৃত আমদানিকৃত হ্যান্ডসেটের আইএমইআইসহ প্রয়োজনীয় তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য আগে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে অনেক ব্যবসায়ী প্রয়োজনীয় তথ্য জমা দিতে না পারায় সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এনইআইআর সিস্টেম আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে পুরোপুরি কার্যকর হবে। পাশাপাশি মজুদ থাকা হ্যান্ডসেটগুলোর আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্য এনইআইআর ডাটাবেজে অন্তর্ভুক্ত করার জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিটিআরসি সব মোবাইল ফোন ব্যবসায়ীদের নির্ধারিত মাইক্রোসফট এক্সেল ফরম্যাটে প্রয়োজনীয় তথ্য neir@btrc.gov.bd ঠিকানায় ই-মেইলের মাধ্যমে পাঠানোর আহ্বান জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না দিলে পরবর্তীতে সংশ্লিষ্ট হ্যান্ডসেট ব্যবহারে জটিলতা তৈরি হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD