Logo

আগ্নেয়াস্ত্র লাইসেন্স নিয়ে নতুন নীতিমালা জারি করল সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ২০:৫৮
15Shares
আগ্নেয়াস্ত্র লাইসেন্স নিয়ে নতুন নীতিমালা জারি করল সরকার
ছবি: সংগৃহীত

রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ সংক্রান্ত নতুন নীতিমালা জারি করেছে সরকার। ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫’ শীর্ষক এ বিধান নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও সহিংসতা প্রতিরোধের লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নীতিমালাটি জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং নির্বাচনের সময় সম্ভাব্য সহিংসতা ঠেকাতেই এ নীতিমালা কার্যকর করা হয়েছে।

নীতিমালায় মোট সাতটি অধ্যায় ও ১৯টি অনুচ্ছেদ অন্তর্ভুক্ত রয়েছে। এতে সাধারণ বিধান, উদ্দেশ্য ও ভিত্তি, আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, রিটেইনার নিয়োগ ও তার পদ্ধতি, নির্বাচন কমিশনের আচরণবিধির সঙ্গে সামঞ্জস্য, আপিল ও ক্ষমতা সংরক্ষণ–সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

লাইসেন্স পাওয়ার জন্য প্রার্থীদের সরকার স্বীকৃত রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে হবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা গোয়েন্দা সংস্থার মাধ্যমে নিরাপত্তা ঝুঁকি যাচাই, শারীরিক ও মানসিক সক্ষমতা এবং অস্ত্র সংরক্ষণের নিরাপদ ব্যবস্থা থাকতে হবে। এ ক্ষেত্রে ব্যক্তিগত আয়কর সংক্রান্ত শর্ত শিথিলযোগ্য রাখা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, আগ্নেয়াস্ত্র লাইসেন্সের মেয়াদ হবে নির্বাচনের ফলাফল ঘোষণার পরবর্তী ১৫ দিন পর্যন্ত। নির্ধারিত সময় শেষে লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

বিজ্ঞাপন

রিটেইনার নিয়োগের ক্ষেত্রেও কড়াকড়ি শর্ত আরোপ করা হয়েছে। কেবল প্রকৃত নিরাপত্তা ঝুঁকি থাকলেই রিটেইনার অনুমোদন দেওয়া হবে। রাজনৈতিক প্রভাব বিস্তার বা ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে রিটেইনার নিয়োগ নিষিদ্ধ থাকবে। একজন রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রার্থীর জন্য সর্বোচ্চ একজন রিটেইনার নিয়োগ করা যাবে।

রিটেইনার হিসেবে বাংলাদেশি নাগরিক হতে হবে, ন্যূনতম বয়স ২৫ বছর, অপরাধমুক্ত ও পুলিশ ক্লিয়ারেন্সপ্রাপ্ত হতে হবে। আগ্নেয়াস্ত্র ব্যবহারে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে, বিশেষ করে সশস্ত্র বাহিনী বা পুলিশের অবসরপ্রাপ্ত সদস্যদের। এছাড়া সরকারি হাসপাতাল থেকে মেডিকেল ফিটনেস সনদ বাধ্যতামূলক।

বিজ্ঞাপন

রিটেইনার নিয়োগের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। প্রাথমিক যাচাই দুই কর্মদিবসের মধ্যে এবং পুলিশ ও গোয়েন্দা সংস্থার নিরাপত্তা যাচাই তিন কর্মদিবসের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। সবকিছু সন্তোষজনক হলে দ্রুত অনুমোদন দেওয়া হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, রিটেইনারের নামে কোনো আগ্নেয়াস্ত্র লাইসেন্স ইস্যু করা হবে না। তিনি কেবল অস্ত্র বহন করবেন, অস্ত্র ব্যবহারের সম্পূর্ণ দায় থাকবে লাইসেন্সধারীর ওপর। অস্ত্র বহনের সময় লাইসেন্স ও অনুমোদন সঙ্গে রাখা বাধ্যতামূলক এবং নিরাপত্তা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে অস্ত্র ব্যবহার করা যাবে না।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD