Logo

হাদির হত্যাচেষ্টাকারীদের বিষয়ে এখনই সব তথ্য বলা যাবে না

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ২০:৩৭
2Shares
হাদির হত্যাচেষ্টাকারীদের বিষয়ে এখনই সব তথ্য বলা যাবে না
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম । ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টাকারীদের পরিচয় বা অবস্থান সম্পর্কিত সব তথ্য বর্তমানে প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) ডাকসু প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, আমাদের ছোট ভাই সাদিক কায়েমের প্রতিটি দাবি যৌক্তিক। এর আগেও আমরা বলেছি, পদক্ষেপগুলো আরও বেগবান করতে হবে। এই যৌক্তিক দাবিগুলো বাস্তবায়িত হবে।

তিনি আরও উল্লেখ করেন, ওসমান হাদি বর্তমানে অসুস্থ। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন, তার জন্য আমরা দোয়া কামনা করছি।

ওসমান হাদির হত্যাচেষ্টাকারীরা দেশে আছে নাকি পালিয়ে গেছে—এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সবকিছু এখানে বলা যাবে না।

বিজ্ঞাপন

ডাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিন দফা দাবি নিয়ে এসেছেন।

দাবিগুলো হলো-

বিজ্ঞাপন

১. হাদির ওপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। গোয়েন্দা সংস্থা এবং রাষ্ট্রের সংশ্লিষ্ট সকল সংস্থাকে জবাবদিহির আওতায় আনা হবে এবং যারা গাফিলতি করেছেন তাদের বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া যারা হামলাকে সমর্থন করেছে, তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে।

২. আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান চালাতে হবে। সংগঠনের সকল স্তরের সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। সরকারের অবহেলা আর সহ্য করা হবে না।

বিজ্ঞাপন

৩. ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা হবে। অভিযুক্তদের ফেরত না দেওয়া পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক রাখা যাবে না।

সাদিক কায়েম বলেন, এই দাবিগুলো অবিলম্বে বাস্তবায়িত না হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

এ বৈঠকে ডাকসু প্রতিনিধি দল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD