পিকনিক গিয়ে মদ খেয়ে ৩ যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩
রাজধানীর বাড্ডা থেকে পিকনিকে গিয়েছিল গাজীপুরে। সেখানে গিয়ে মদপানে ৩ যুবক মারা গেছে বলে জানিয়েছে পুলিশ। নৌকায় করে বেরাইদ থেকে যাত্রা করে বালু নদীতে শুক্রবারের (১৮ আগস্ট) সেই ঘোরাঘুরি আর ডিজে পার্টির পিকনিক থেকে ফিরে তারা শনিবার (১৯ আগস্ট) অসুস্থ হয়ে পড়েন। ওই দিনই একজন এবং পরের দিন রবিবার আরও দুইজ মৃত্যু হয়।
নিহতরা হলেন- মনির, হাসান ও সানি।
পুলিশ বলছে, “গত শুক্রবার নৌকায় তারা কয়েকজন বন্ধু গাজীপুর যান পিকনিকে। সেখানে বেশ কয়েকজন মদপান করেন। পরে ঢাকায় ফিরে অসুস্থ হয়ে একে একে তিনজন মারা যান।”
বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রউফ জানান, পিকনিকে যাওয়া ওই যুবকদের কয়েকজনের বাসা বাড্ডা, কয়েকজনের বাসা ভাটারাসহ আশপাশের এলাকায়।
আরও পড়ুন: মেট্রোরেল চলাচল এক লাইনে বন্ধ
একই থানার এসআই শাকিল মাহমুদ জানিয়েছেন, ৩ জনের মধ্যে মনির ও সানির মরদেহ স্বজনরা দাফন করে ফেলেছেন। তবে হাসানের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
মদপানের পর ওখানে আরও অসুস্থ হয়ে থাকা কয়েকজন ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অসুস্থদের মধ্যে আরেকজন সিয়াম (১৯)।
তার পিতা মো. সোহাগ মিয়া জানান, তাদের বাসা বাড্ডার স্বাধীনতা সরণিতে। শুক্রবার নৌপথে সিয়ামসহ অন্য বন্ধুরা মিলে গাজীপুরের পুবাইল এলাকায় পিকনিকে যায়। সেখান থেকে ঘুরে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়ে সিয়াম। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তখন জানা যায় পিকনিকে গিয়ে তারা কিছু পান করেছিল। তবে মৃত ৩ যুবকের বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানা যায়নি।
জেবি/এসবি