মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:০৯ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

২১ শে আগস্টে নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে মাগুরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
সোমবার (২১ আগস্ট) সকাল ১০ টায় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি।
মানববন্ধন অনুষ্ঠানে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রিয়াজুল হাসান রিয়াজের সভাপতিত্বে সঞ্চালনা করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জামির হোসেন।
মানববন্ধনে বক্তারা ১৫ আগস্ট স্বপরিবারে বঙ্গবন্ধু হত্যা, ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত সকলের বিচারের দাবি জানান।
এসময় জেলা, সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরএক্স/