Logo

আইডিয়ালের সীমানায়ও ঢুকতে পারবেন না মুশতাক: আদালত

profile picture
জনবাণী ডেস্ক
২২ আগস্ট, ২০২৩, ০২:২৭
28Shares
আইডিয়ালের সীমানায়ও ঢুকতে পারবেন না মুশতাক: আদালত
ছবি: সংগৃহীত

আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

বিজ্ঞাপন

ছাত্রীর বাবার দায়ের করা ধর্ষণ মামলায় গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বারজজ আদালত। কিন্তু তাকে স্কুলের সীমানায় ঢুকতে নিষেধ করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট)  আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিন আদালত বলেন, “খন্দকার মুশতাক আহমেদ গভর্নিং বডির কোনো কার্যক্রম ও কোনো মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন না। এমনকি তিনি স্কুলের সীমানায়ও ঢুকতে করতে পারবেন না।”

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, “আদালত আশঙ্কা করছেন মুশতাক ভবিষ্যতে আরও কোনো শিক্ষার্থীর ক্ষতি করতে পারেন। তাই এমন আদেশ দিয়েছেন।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।

এর আগে, গেল ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে খন্দকার মুশতাক আহমেদের বিরুদ্ধে মামলা করেন আইডিয়াল কলেজের এক ছাত্রীর বাবা সাইফুল ইসলাম। মামলায় ধর্ষণের অভিযোগ আনা হয়। পরে ওই ছাত্রী স্বেচ্ছায় মুশতাককে বিয়ে করেছেন বলে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD