খোকশার পাতায় গোলাপ ফুলের প্রতিচ্ছবি, চাঞ্চল্যের সৃষ্টি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
অবিশ্বাস্য হলেও সত্য গাইবান্ধায় খোকশার গাছের পাতায় গোলাপ ফুলের প্রতিচ্ছবি ভেসে ওঠায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি।
সরেজমিনে গিয়ে জানা যায়, গত ১৯, ২০, ২১ ও ২২ ফেব্রুয়ারি বিশ্ব ওলীর আর্বিভাব মঞ্জিল পাকুরিয়া পাক দরবার শরীফে জাকের পার্টি কর্তৃক মহা পবিত্র বিশ্ব ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী সাহেবের নির্দেশে সারা দেশে চার দিন ব্যাপী ওরশ শরীফের শুকুরানা জলসার অনুমতি প্রদান করেন।
সারা দেশের ন্যয় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামে জাকের পার্টির গাইবান্ধা জেলা সভাপতি আবুল কালাম বিএসসি’র বাড়ী সংলগ্ন জামে মসজিদে গত শনিবার হতে চার দিন ব্যাপী জলসা অনুষ্ঠিত হয়।
জলসার তৃতীয় দিন গত সোমবার জলসা সংলগ্ন বেশ কিছু খোকসার গাছের অগনিত পাতায় গোলাপ ফুলের প্রতিচ্ছবি ফেসে ওঠে। বাদ আসর জনতার চোখে পড়লে উক্ত ঘটনা দেখতে এলাকার হাজারো উৎসুক জনতা ভীর জমায়। কয়েক ঘন্টার মধ্যেই খোকশার পাতার উপর গোলাপের প্রতিচ্ছবির জায়গা টুকু শুকিয়ে যায়।
এসএ/