আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো ২ শ্রমিকের
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৪৯ পিএম, ২১শে আগস্ট ২০২৩

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্রাকের সাথে সামনাসামনি সংঘর্ষে অটোরিকশা আরোহী দুই শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (২১ আগস্ট) সকাল ৭ টার দিকে হাটবোয়ালিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও আহত হয়েছেন ৬ জন।
নিহতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার শিবপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে সাজিবুল (৫২) ও একই গ্রামের সখা মোল্লার ছেলে খাইরুল (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শিবপুর গ্রাম থেকে ৮ জন শ্রমিক কাজের উদ্দেশ্যে অটোরিকশাযোগে প্বার্শবর্তী মেহেরপুর গাংনী ঝোড়পাড়া গ্রামে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে হাটবোয়ালিয়া বাজারের সোনালী ব্যাংকের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মাছবোঝাই ট্রাক অটোরিকশাটিকে সামনা-সামনি ধাক্কা দেয়।
এতে অটোরিকশায় থাকা ৮ জন শ্রমিকই গুরুতর আহত হন। স্থানীয়রা ও হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা আহতদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ঘটনার পর ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক আছে, এবং ট্রাক ও অটোরিকশা হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প হেফাজতে আছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শরণখোলায় বস্তায় আদা চাষে কৃষকের মুখে হাসি

যারা নির্বাচনে ভয় পায়, তারাই পিআর পদ্ধতি চায়: শামসুজ্জামান দুদু

মাগুরায় WeCARE প্রকল্পে বদলে যাচ্ছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা

শহীদ রাব্বির কবরস্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পুলিশ সুপারের দুঃখ প্রকাশ
