একদিনে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৩


একদিনে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ফাইল ছবি

একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের প্রাণহানি হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন  ৪৯৩ জন।  একই সময়ে ২ হাজার ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 


মঙ্গলবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।


এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ৮৪২ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ৩২৬ জন।


আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ২১৯৭


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪ হাজার ৩৫৯ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৫০ হাজার ১৭০ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৫৪ হাজার ১৮৯ জন।


আরও পড়ুন: সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: বিএসএমএমইউ উপাচার্য


ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে এ পর্যন্ত ৯৬ হাজার ৩৭ জন বাড়ি ফিরেছেন । এর মধ্যে ঢাকায় ৪৬ হাজার ২৩৪ জন এবং ঢাকার বাইরে ৪৯ হাজার ৮০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মৃত্যু বরণ করেছেন ২৮১ জন।


জেবি/এসবি