‘আধিপত্য বিস্তারে’ আরসা সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নিহত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩


‘আধিপত্য বিস্তারে’ আরসা সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নিহত
উখিয়ার আশ্রয় শিবির। ছবি: সংগৃহীত

কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারে’ আরসা সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে।


উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার  রাতে উখিয়া উপজেলার বালুখালী ৮-ওয়েস্ট রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-ব্লকে এ ঘটনা ঘটেছে। 


নিহত মোহাম্মদ ইউছুফ (১৩) উখিয়ার বালুখালী ৮-ওয়েস্ট রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি-ব্লকের হামিদ হোসাইনের ছেলে।


স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, রাতে উখিয়ার বালুখালী ৮-ওয়েস্ট রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-ব্লকের পিএইচডি হাসপাতালের সামনে রাস্তার উপর মোহাম্মদ ইউছুফ সহ কয়েকজন শিশু-কিশোর আড্ডা দিচ্ছিল। এক পর্যায়ে একদল দূর্বৃত্ত ইউছুফকে মারধর ও লক্ষ্য করে উপর্যুপুরি কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ওসি বলেন, “ সন্ত্রাসীদের ছুড়া গুলি মোহাম্মদ ইউসুফের পিঠে বিদ্ধ এবং মারধরে গুরুতর আহত হয়। অপর একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্টির সোর্স সন্দেহে সে খুনের শিকার হয়েছে। “


নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান শেখ মোহাম্মদ আলী।


আরএক্স/