Logo

ময়মনসিংহে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ-বিনষ্ট করলেন: মৎস্য কর্মকর্তা

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৩, ০২:৪৫
19Shares
ময়মনসিংহে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ-বিনষ্ট করলেন: মৎস্য কর্মকর্তা
ছবি: সংগৃহীত

দুয়ারী কারেন্ট জাল জব্দ ও পরবর্তীতে জনসম্মুখে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়

বিজ্ঞাপন

ময়মনসিংহ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তর পরিচালিত এক অভিযানে ভাবখালীর বড়বিলা থেকে প্রায় ৭৫০ ফিট অবৈধ চায়না দুয়ারী কারেন্ট জাল জব্দ ও পরবর্তীতে জনসম্মুখে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারজানা হোসেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, পরিবেশ ও  মাছের জীবন বৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করেছে সরকার। এ জালে ছোট বড় থেকে শুরু করে যেকোনো জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারেনা। 

বিজ্ঞাপন

সে কারণে নদী,খাল, বিলে বসবাসরত মাছসহ সকল প্রকার জলজ প্রাণী বিলুপ্তির পথে। এই জাল ব্যবহারে আমাদের দেশীয় প্রজাতির মাছের জীববৈচিত্র্য ঝুঁকিতে পড়েছে। এ জালের ব্যবহার বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন- সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, ক্ষেত্র সহকারী মো. দেলোয়ার হোসেন খানসহ, আইনশৃঙ্খলাবাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD